রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করল ভারত। মূল্য ছাড় কমে যাওয়া এবং ট্রাম্পের ১০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারির জেরে ভারতের এই বড় সিদ্ধান্ত। গত এক সপ্তাহে ভারতের রাষ্ট্রায়ত্ত চারটি রিফাইনারি রাশিয়া থেকে কোনো তেল কেনেনি। তারা এখন বিকল্প হিসেবে ঝুঁকেছে সংযুক্ত আরব আমিরাতের মুরবান ও পশ্চিম আফ্রিকার তেলের দিকে। ৩১ জুলাই, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়।
তবে বেসরকারি খাতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নয়ারা এনার্জি এখনো বার্ষিক চুক্তির আওতায় রুশ তেল কিনছে। নয়ারার মালিকানার বড় অংশ বিভিন্ন রুশ প্রতিষ্ঠানের মালিকানাধীন। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ভারত সমুদ্রপথে রপ্তানিকৃত রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ২০২২ সালের রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকার পর দেশটি থেকে কম দামে তেল আমদানি করছিল ভারত।
১৪ জুলাই, প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে বড় ধরনের শান্তিচুক্তিতে না পৌঁছায়, তবে যারা রুশ তেল কিনবে তাদের পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে। তবে, শিল্পসংশ্লিষ্টরা বলছেন, ২০২২ সালে পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের পর এই প্রথম রুশ তেলের মূল্যের ওপর ছাড় এতটা কমেছে। ফলে ভারতীয় রিফাইনারিগুলো ক্রয় থেকে পিছিয়ে এসেছে।
এমকে/এসএন