বিসিবির কর্মকর্তা পর্যায়ে রদবদল করা হতে পারে কদিন ধরেই গুঞ্জন ছিল। অবশেষে ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসকে বদলি করা হয়েছে এইচপিতে। আর এইচপির ইনচার্জ জামাল বাবুকে আনা হয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগে।
২০২১ সালে সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন শাহরিয়ার নাফীস। মাঠের ক্রিকেট ছাড়ার পর যোগ দিয়েছিলেন বিসিবিতে। ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজারের দায়িত্ব পান নাফীস। এরপর সেই ২০২১ সাল থেকে চলতি সময় অবধি কাজ করছিলেন সেখানেই।
তবে পরিচালনা বিভাগে আর থাকছেন না শাহরিয়ার নাফীস। নতুন করে ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের। ম্যানেজারের দায়িত্ব নিয়ে শিগগিরই যোগ দেবেন নতুন কর্মস্থলে।
এদিকে এইচপি বিভাগের ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন জামাল বাবু। তাকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এইচপি থেকে সরিয়ে নতুন করে ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার পদে বসানো হয়েছে।
কেএন/টিকে