সপ্তাহের মাঝামাঝি দিনেও হলে ঝড় তুলেছে বিজয় দেবরাকোন্ডার নতুন ছবি কিংডম। কোনও ছুটির সুবিধা ছাড়াই মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ৩২-৩৪ কোটি রুপি আয় করে নায়ক বিজয়ের ক্যারিয়ারের সেরা ওপেনিং গড়েছে ছবিটি।
বিশেষ করে হায়দরাবাদে ভোরবেলা শো ও এপি-তেলেঙ্গানায় শক্তিশালী কালেকশন সিনেমাটিকে দ্রুততার সঙ্গে তেলেগু ইন্ডাস্ট্রির ‘টায়ার-২’ নায়কদের শীর্ষ তিন ওপেনারের কাতারে তুলে দেয়।
যদিও সিনেমাটির দ্বিতীয়ার্ধ কিছুটা দুর্বল বলেই মনে করছেন সমালোচকেরা, তবে দর্শকরা ব্যাপকভাবে প্রশংসা করছেন বিজয় দেবরাকোন্ডা ও সত্যদেবের অভিনয়, এবং সিনেমাটির দুর্দান্ত চিত্রনাট্য ও বিশাল স্কেল ভিজ্যুয়ালসের।
মুক্তির দিনেই মার্কিন যুক্তরাষ্ট্রে সিনেমাটি ১ মিলিয়ন ডলার আয় করেছে। কেরালাতেও তৈরি হয়েছে নতুন রেকর্ড-২০২৫ সালের মধ্যে কোনও তেলেগু সিনেমার সবচেয়ে বড় ওপেনিং হয়েছে এখানেই, আয় প্রায় ৫০ লাখ রুপি।
তবে হিন্দি বাজারে কিংডম এর পারফরম্যান্স ছিল তুলনামূলকভাবে দুর্বল।
সব মিলিয়ে বিজয়ের এই ছবি প্রমাণ করে দিয়েছে, সাপ্তাহিক দিনের বাজারেও ঠিকঠাক কনটেন্ট থাকলে দর্শক হলে আসেন। সপ্তাহান্তের আগেই এ ধরনের উদ্বোধনী সাফল্য তার তারকাখ্যাতিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।
এমকে/টিএ