ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে নতুন মাইলফলক ছুঁলেন মোহাম্মদ সিরাজ। আগুনঝরা বোলিংয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট উইকেট সংখ্যা দাঁড়াল ২০৩। যা কিংবদন্তি শচিন টেন্ডুলকারের ২০১ উইকেটকে ছাড়িয়ে গেছে।
ওভালের সিম সহায়ক উইকেটে ইংল্যান্ডের ঝোড়ো সূচনার পর ভারতকে ম্যাচে ফেরানোর নায়ক হয়ে ওঠেন সিরাজ।
মাত্র ৭৭ বলে ৯২ রানের ওপেনিং জুটি ভাঙেন আকাশ দীপ, এরপর অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক ও জেকব বেথেলকে একে একে সাজঘরে ফেরান সিরাজ। তার নিখুঁত সুইং, ধারালো নিপ-ব্যাকার আর প্রাণঘাতী ইয়র্কারে গুঁড়িয়ে যায় ইংল্যান্ডের মিডলঅর্ডার।
সিরাজের সঙ্গে তাল মিলিয়ে প্রসিধ কৃষ্ণও নেন চার উইকেট। তার হাত ধরেই ছিল ইংল্যান্ডের টেল-এন্ডারদের পতন।
হ্যারি ব্রুকের ৬৪ বলে ৫৩ রানের লড়াকু ইনিংস কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ২৪৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। প্রথম ইনিংস ইংল্যান্ড এগিয়ে থাকে ২৩ রানে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে আলো ছড়ান যশস্বী জয়সওয়াল। অপরাজিত ৫১ রানে দিন শেষ করেন তিনি।
২ উইকেটে ৭৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে ভারত, লিড তখন ৫২ রানের— যা ওভালে এক রোমাঞ্চকর সমাপ্তির আভাস দিচ্ছে।
এফপি/টিএ