‘হাই নান্না’-র সাফল্যের পর ফের একসঙ্গে আসছেন নানি ও পরিচালক শৌর্যভ। ২০২৩ সালের এই হৃদয়ছোঁয়া চলচ্চিত্রটি দর্শকদের মনে যে অনুভূতির ঢেউ তুলেছিল, এবার সেই ম্যাজিককেই আবারও পর্দায় ফিরিয়ে আনার পরিকল্পনায় ব্যস্ত দুজন। জানা গেছে, শৌর্যভের নতুন একটি রোমান্টিক গল্প শুনেই মুগ্ধ হয়েছেন নানি। ঠিক যেমন ‘হাই নান্না’ ছিল আবেগ, সম্পর্ক আর ভালোবাসার এক মোহময় চিত্র, তেমনই এই নতুন সিনেমাতেও থাকবে হৃদয়ের ছোঁয়া।
এই মুহূর্তে নানি ব্যস্ত রয়েছেন ‘দ্য প্যারাডাইস’ নামের একটি প্রকল্প নিয়ে, পাশাপাশি পরিচালক সুজিতের সঙ্গেও একটি ছবির কাজ নির্ধারিত রয়েছে। তবে কোন ছবিটি আগে আসবে বা কোনটিকে তিনি অগ্রাধিকার দেবেন, তা এখনও নিশ্চিত নয়। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, শৌর্যভের নতুন ছবিই কি নানির পরবর্তী সিনেমা হবে?
নানি বরাবরই অভিনয়ের ক্ষেত্রে বৈচিত্র্য বজায় রেখে চলেছেন। কখনো আবেগঘন পারিবারিক গল্পে, আবার কখনো অ্যাকশনপ্রধান চরিত্রে তিনি নিজেকে ভাঙছেন নতুন করে। তার প্রতিটি সিনেমাতেই দর্শক পান ভিন্ন স্বাদ, ভিন্ন রূপ। তাই ‘হাই নান্না’ দলের এই পুনর্মিলন ঘিরে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।
শৌর্যভের নির্মাণশৈলী আর নানির সংবেদনশীল অভিনয়, এই দুইয়ের মেলবন্ধনে আবারও যদি তৈরি হয় এক হৃদয়গ্রাহী গল্প, তবে তা দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
কেএন/টিএ