২০১৩ সালে মুক্তি পাওয়া ধনুষ ও সোনম কাপুর অভিনীত সুপারহিট ছবি ‘রাঞ্জনা’ আবারও মুক্তি পেয়ে রীতিমতো আলোড়ন তুলেছে। তবে এবার ছবিটি ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু কাহিনির পরিবর্তিত সমাপ্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা নতুন ভার্সনে কুন্দন আর মৃত্যুবরণ করে না, বরং জীবিত থাকে। নতুন দৃশ্যে দেখা যায়, জোয়া কুন্দনের মুখ স্পর্শ করছে, আর তার চোখ খুলে যাচ্ছে—পাশাপাশি বাজছে উচ্ছ্বাসের সুর। বিষাদময় সমাপ্তি বদলে গিয়ে রূপ নিয়েছে সুখের পরিণতিতে।
এই অপ্রত্যাশিত সমাপ্তি দেখে প্রেক্ষাগৃহে দর্শকের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ধনুষের ভক্তদের মধ্যে নতুন করে ছবিটির প্রতি আগ্রহ বেড়ে গেছে, ফলে পুনঃমুক্তির পর থেকেই শো-তে দর্শকসংখ্যা বেড়ে যায়।
তবে এই উদ্যোগ ঘিরে বড় ধরনের বিতর্কও শুরু হয়েছে। ছবির পরিচালক আনন্দ এল রাই প্রকাশ্যে এই পরিবর্তনের তীব্র নিন্দা জানিয়েছেন। তার ভাষায়, এটি “অননুমোদিত” ও “গভীরভাবে অসম্মানজনক” একটি কাজ। তার মতে, এভাবে পরিবর্তন করে ছবির আত্মা ও মূল উদ্দেশ্য নষ্ট করা হয়েছে।
অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠান ইরস ইন্টারন্যাশনাল এই পরিবর্তনকে সৃজনশীল পরীক্ষা হিসেবে দেখছে। তাদের দাবি, এটি কেবল নতুন প্রজন্মের জন্য ছবিটিকে ভিন্নভাবে উপস্থাপন করার প্রচেষ্টা। তবে এ ঘটনায় সিনেমায় এআই ব্যবহারের নীতি, সৃজনশীল স্বাধীনতা এবং পুরোনো শিল্পকর্ম পরিবর্তনের নৈতিকতা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।