বলিউডের শুক্রবারের মুখোমুখি লড়াইয়ে বড় ধাক্কা খেল সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরির বহুল আলোচিত ছবি ‘ধড়ক ২’। তীব্র রোমান্টিক নাটকের আলোচনায় থাকলেও মুক্তির প্রথম দিন বক্স অফিসে ছবিটির আয় দাঁড়িয়েছে মাত্র ৩ কোটি ৩৫ লাখ রুপিতে। বিপরীতে অজয় দেবগনের ‘সন অব সরদার ২’ দৌড় শুরু করেই এগিয়ে গেল অনেকটা দূর—প্রথম দিনেই আয় করেছে ৬ কোটিরও বেশি।
এই দুই ছবির লড়াইয়ে একদিকে যেখানে ‘ধড়ক ২’ সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে, সেখানে ‘সন অব সরদার ২’-এর গণমুখী আবেদন বেশি দর্শক টানছে প্রেক্ষাগৃহে। সপ্তাহান্তের আয়ের হিসাবই নির্ধারণ করবে, এই লড়াই একপেশে জয় হয়ে যাবে নাকি প্রতিযোগিতা জমে উঠবে।
এফপি/ টিএ