বক্স অফিসে টানা সাফল্যের পর এবার আরও বড় ঝড় তুলতে প্রস্তুত বিজয় দেবরাকোন্ডা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘কিংডম’ অ্যাকশনপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে একেবারে ক্লাসিক অ্যাকশন ছবির তালিকায়। এবার অভিনেতা নিজেই জানালেন, তার নতুন ছবি #VD14 হবে আরও বড়, আরও তীব্র এবং আরও রোমাঞ্চকর অ্যাকশন অভিজ্ঞতা।
এক সাক্ষাৎকারে বিজয় বলেন, ছবিটিতে থাকছে চমকপ্রদ স্টান্ট, শ্বাসরুদ্ধকর অ্যাকশন সিকোয়েন্স এবং তার অভিনয়ের এক নতুন রূপ, যা দর্শকদের চোখে তার অ্যাকশন-হিরো ভাবমূর্তিকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে।
দর্শকপ্রিয়তা ও সাহসী গল্প বাছাইয়ের কারণে সাম্প্রতিক সময়ে দক্ষিণী সিনেমায় অন্যতম আলোচিত তারকা হয়ে উঠেছেন বিজয় দেবরাকোন্ডা। #VD14 নিয়ে তার প্রত্যাশা আকাশচুম্বী, আর ভক্তদের কাছে এটি হতে যাচ্ছে এক নতুন সিনেমাটিক ঝড়।
এফপি/ টিএ