রাজনীতির উত্তাপের বাইরে এখন টালিউড, বলিউড আর দক্ষিণ ভারতের ছবি ঘিরেও তৈরি হয়েছে আলাদা এক উত্তেজনা। ট্রেলার মুক্তির পরেই যেন ঝড় উঠেছে অনলাইন দুনিয়ায়- একদিকে লোকেশ কানাগারাজ পরিচালিত ‘কুলি’, অন্যদিকে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত ‘ওয়ার ২’। দুই ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে একই সময়ে, আর তাতেই শুরু হয়েছে বক্স অফিস দখলের যুদ্ধ।
দক্ষিণের সুপারস্টার রজনীকান্তকে নিয়ে নির্মিত হচ্ছে ‘কুলি’। লোকেশের পরিচালনায় এই ছবির ট্রেলারে ফুটে উঠেছে সোনার চোরাচালান ঘিরে নির্মিত এক রোমাঞ্চকর অ্যাকশন কাহিনি। একদিকে যেমন রয়েছে মারকাটারি দৃশ্য, তেমনি আবেগের টানাপোড়েনও। এই ছবিতে রজনীকান্তের সঙ্গে দেখা যাবে আমির খান, নাগার্জুনা ও শ্রুতি হাসানকে। এত তারকা, এত কায়দা, আর সেই সঙ্গে ‘মাস’ স্বাদের এক তুমুল অভিজ্ঞতা- এসব মিলিয়ে ‘কুলি’র ট্রেলার ইতিমধ্যেই ভাইরাল।
অন্যদিকে বলিউডের ‘ওয়ার ২’ যেন আন্তর্জাতিক মানের স্পাই থ্রিলার। হৃতিক রোশন আর জুনিয়র এনটিআর প্রথমবার একসঙ্গে পর্দায়। চারদিক ঘুরে বেড়ানো, তীক্ষ্ণ পরিকল্পনা, বিপজ্জনক মিশন- সব মিলিয়ে সিনেমাটি হয়ে উঠছে স্পাই ইউনিভার্সের নতুন চমক। ছবিটি এখনও মুক্তি পায়নি, তবু উত্তর আমেরিকায় আগাম টিকিট বিক্রিতে ভেঙে দিয়েছে রেকর্ড।
এই দুই ট্রেলারের পর ভক্তরা দুই ভাগে বিভক্ত। কারও চোখে রজনীকান্তের ‘মাস’ উপস্থিতিই শ্রেষ্ঠ, আবার কেউ বলছেন হৃতিক-এনটিআরের যুগলবন্দি নজর কাড়ার মতো। অনলাইনে চলছে তর্ক-বিতর্ক, কে এগিয়ে থাকবে এবারের বক্স অফিস যুদ্ধে- তা এখনই বলা কঠিন।
কেএন/টিএ