অজয় দেবগন অভিনীত ‘সন অব সরদার ২’ মুক্তির পর থেকেই সমালোচনার মুখে পড়েছে। বক্স অফিসেও আশানুরূপ সাড়া পায়নি ছবিটি। এরই মধ্যে ভুয়া ও নেতিবাচক রিভিউ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এই পরিস্থিতিতে আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানিয়েছেন ছবির অন্যতম অভিনেত্রী মৃণাল ঠাকুর।
সোশ্যাল মিডিয়ায় মৃণাল লেখেন, এই ছবিকে উদ্দেশ্য করে মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট দেখতে পেয়ে তার হৃদয় ভেঙে গেছে। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক পরিবেশে ইচ্ছাকৃতভাবে কিছু ছবির ভাবমূর্তি নষ্ট করা হয়, যা শিল্পীদের মনোবল ভেঙে দেয়। ‘ধড়ক ২’-এর সঙ্গে মুক্তি পাওয়া ‘সন অব সরদার ২’ নিয়ে এমনটাই ঘটেছে বলে মনে করেন তিনি।
এদিকে সিনেমাটি মুক্তির পর থেকেই সমালোচক ও সাধারণ দর্শক- দুই পক্ষ থেকেই এসেছে কঠোর মন্তব্য। কেউ বলছেন গল্প দুর্বল, কারও অভিযোগ নির্মাণে নতুনত্বের অভাব। তবে মৃণাল ঠাকুরের সাহসিকতায় পাশে দাঁড়িয়েছেন অনেক ভক্তই। অনেকে তার সততা ও প্রকাশ্যে প্রতিবাদ জানানোর মনোভাবের প্রশংসা করেছেন।
এই পরিস্থিতি চলচ্চিত্রজগতে দীর্ঘদিন ধরে চলা এক বিতর্কেরই প্রতিফলন- যেখানে কোনো ছবি ব্যর্থ হলেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নেতিবাচক প্রচারণা। অনেক সময় তা বাস্তবতা থেকে দূরে থাকে, উদ্দেশ্যপ্রণোদিতও হয়। মৃণাল ঠাকুর সেই দিকটিই সামনে এনেছেন। ফলে ‘সন অব সরদার ২’-এর সাফল্যের চেয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে, চলচ্চিত্রজগতে সত্য-মিথ্যার দৌড় ও শিল্পীর প্রতিবাদের জায়গা।
কেএন/টিএ