দীর্ঘ দেড় দশকের বন্ধুত্ব আর ছোটপর্দায় হিট রসায়ন— দর্শকদের ভালোবাসার সেই জুটি আবার একসঙ্গে ফিরছেন। হ্যাঁ, কথা হচ্ছে ওপার বাংলার দুই পরিচিত মুখ বিক্রম চ্যাটার্জি ও ঐন্দ্রিলা সেনকে নিয়ে। ‘ফাগুন বউ’ ধারাবাহিকের পর এবার তারা ফিরছেন এক নতুন ভূমিকায়, একেবারে নতুন এক প্ল্যাটফর্মে।
তবে কোনো ধারাবাহিকে নয়, এবার এই জনপ্রিয় জুটিকে দেখা যাবে রিয়্যালিটি শো-এ সঞ্চালকের ভূমিকায়। জি বাংলার আসন্ন গেম শো ‘দশ দিনে দশ লাখ’-এর সঞ্চালনা করবেন বিক্রম ও ঐন্দ্রিলা। নামেই স্পষ্ট, প্রতিযোগিতার দুনিয়ায় ঝাঁপিয়ে পড়বে অংশগ্রহণকারীরা, যেখানে জিতলে মিলতে পারে লাখ টাকার পুরস্কার। তবে শুধু টাকা নয়, শো-এর অন্যতম আকর্ষণ— দম্পতিদের নিয়ে হওয়া মজাদার গেম ও চমকপ্রদ রসায়ন।
বিক্রম-ঐন্দ্রিলার অনস্ক্রিন কেমিস্ট্রি বরাবরই দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে। ‘ফাগুন বউ’ পর্ব পেরিয়ে এবার এই শো-তে তাদের হাস্যরস ও বন্ধুত্বের রসায়ন কেমন লাগে দর্শকদের, সেটাই দেখার।
ইতোমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। ফের কি ফিরে আসবে সেই পুরনো জাদু? নতুন মঞ্চে বিক্রম ও ঐন্দ্রিলার সঞ্চালনা কি জিতে নেবে সবার মন? সেই উত্তর মিলবে খুব শিগগিরই, জি বাংলার নতুন গেম শো ‘দশ দিনে দশ লাখ’-এ।
এফপি\টিকে