‘বাহুবলী’ ছবির এক ঐতিহাসিক দৃশ্যের পেছনে ছিল এক দিনের প্রস্তুতি! সম্প্রতি এক মজার স্মৃতি শেয়ার করেছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। তিনি জানিয়েছেন, ‘বাহুবলী’ ছবির জন্য তাঁর তলোয়ার চালানোর দৃশ্যটির প্রশিক্ষণ তিনি পেয়েছিলেন ঠিক শুটিংয়ের আগের দিন।
এই কঠিন দৃশ্যটি সম্পন্ন করতে তাঁকে সাহায্য করেছিলেন ছবির প্রধান অভিনেতা প্রভাস। তামান্না অকপটে স্বীকার করেন, তলোয়ার চালানোর কোনো পূর্ব অভিজ্ঞতা তাঁর ছিল না। তবে প্রভাস নিজে সময় নিয়ে তাঁকে প্রশিক্ষণ দেন এবং পুরো দৃশ্যটি সফলভাবে ধারণ করতে সহযোগিতা করেন।
'বাহুবলী' ছবির যুদ্ধের দৃশ্যগুলো আজও দর্শকের মনে গেঁথে আছে এর বিশালতা, ভিএফএক্স এবং অ্যাকশন কোরিওগ্রাফির জন্য। সেই পর্দার পেছনের একদিনের প্রস্তুতির এই গল্প যেন ভক্তদের কাছে এক আনন্দঘন চমক। এমন কঠিন একটি দৃশ্য এত অল্প সময়ে শিখে নিখুঁতভাবে পর্দায় তুলে ধরা নিঃসন্দেহে তামান্নার অভিনয় দক্ষতার প্রমাণ।
তামান্না আরও বলেন, এই অভিজ্ঞতা তাঁর জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। প্রভাসের ধৈর্য এবং সহানুভূতিশীল আচরণ তাঁকে আত্মবিশ্বাসী করে তোলে। 'বাহুবলী'-তে তাঁদের রসায়ন এবং দৃশ্যের গভীরতা পর্দায় দারুণভাবে ফুটে উঠেছিল, যার পেছনে ছিল এমন বহু গল্প।