২৬ আগস্টের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির আল্টিমেটাম

আগামী ২৬ আগস্টের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির আল্টিমেটাম দিয়েছেন রাজধানীর সরকারি সাত কলেজ শিক্ষার্থীরা। একই সঙ্গে আরও দুই দফা দাবিও জানিয়েছেন তারা।

বুধবার (৬ আগস্ট) বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ কর্মসূচি পালনের পর সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে চলমান আন্দোলন-সংগ্রামের পর প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বাস্তবায়ন কার্যক্রম এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। শিক্ষার্থীদের লাগাতার দাবির মুখে গত সোমবার সরকার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের রূপরেখা তুলে ধরে। দীর্ঘদিনের নীরবতা ভেঙে সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা একে নতুন বিশ্ববিদ্যালয়ের পথচলায় একটি ‘মাইলফলক’ বলে উল্লেখ করেছেন।

সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ইতোমধ্যে প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে। চলতি আগস্ট মাসের মধ্যেই ভর্তি পরীক্ষা আয়োজনের কথা রয়েছে। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে কার্যত যাত্রা শুরু করেছে নতুন এই বিশ্ববিদ্যালয়। এই পদক্ষেপ বাস্তবায়নে সরকারের নির্ধারিত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সরাসরি দায়িত্ব পালন করছে। আন্দোলনরত শিক্ষার্থীরা এজন্য ইউজিসিকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেছেন, সরকারের পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্ব ও নির্দেশনায়ই এই স্বপ্ন বাস্তবতার দোরগোড়ায় পৌঁছেছে।

তিনি আরও বলেন, গত সোমবার সরকারের ব্রিফিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে অধ্যাদেশ, বিশ্ববিদ্যালয়ের সনদ ও লোগো নিয়ে কোনো সুনির্দিষ্ট বক্তব্য আসেনি। শিক্ষার্থীদের ভাষ্য, সরকার কৌশলে এসব স্পর্শকাতর বিষয়ের কথা এড়িয়ে গেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে অধ্যাদেশ জারি করা হতে পারে। তবে শিক্ষার্থীরা মনে করছেন, বিষয়টি আবারও কালক্ষেপণের দিকে যাচ্ছে। তাদের অভিযোগ, পূর্বের একাধিক আল্টিমেটাম সত্ত্বেও সরকার অধ্যাদেশ নিয়ে গঠনমূলক কোনো পদক্ষেপ নেয়নি। এতে করে ‘ইচ্ছাকৃত দেরির’ আশঙ্কাও প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।

এমন অবস্থায় পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী আজ শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন।

আব্দুর রহমান বলেন, আগামী ২৬ আগস্টের মধ্যে অধ্যাদেশ জারি না হলে আন্দোলনের মাত্রা আরও বাড়ানো হবে। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো—

১. ২৬ আগস্টের মধ্যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ/আইন জারি করতে হবে এবং অধ্যাদেশ প্রণয়নে একটি ডেডিকেটেড সরকারি কমিটি গঠন করতে হবে।
২. অধ্যাদেশ জারির পর ভিসি, প্রক্টরসহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো গঠন করে ২০২৫–২৬ শিক্ষাবর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে হবে।
৩. বর্তমানে সাত কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের অফিসিয়ালি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে স্থানান্তর করতে হবে এবং তাদের নতুন পরিচয় নিশ্চিত করতে হবে।
তবে দাবি বাস্তবায়নের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলনের ধারাবাহিকতা চলবে বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম নৈতিক সমর্থন বিএনপি দিয়েছে : গয়েশ্বর Aug 06, 2025
img
আট শাখায় মনোনয়ন পেলেন ব্ল্যাকপিংকের রোজ Aug 06, 2025
img
পাকিস্তানের স্বাধীনতা দিবসে বিক্ষোভের ঘোষণা ইমরান খানের দলের Aug 06, 2025
img
পাকিস্তান সিরিজে আলজারি জোসেফকে বিশ্রাম দিল ওয়েস্ট ইন্ডিজ Aug 06, 2025
img
শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে শাহবাগীরা বৈধতা দিয়েছে : সাদিক কায়েম Aug 06, 2025
img
জিতু কামালের বিরুদ্ধে দিতিপ্রিয়া রায়ের অভিযোগ, অভিনেতার পক্ষ নিল প্রাক্তন স্ত্রী Aug 06, 2025
img
জাতীয় নির্বাচন আয়োজনের জন্য ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি Aug 06, 2025
img
বোল্ড লুকেই ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী শ্রুতি দাস Aug 06, 2025
৭১ ও ২৪ নিয়ে কোন সিনড্রোমের কথা বললেন শিবির নেতা ফরহাদ ! Aug 06, 2025
img
সিলেটে চা-বাগানে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৯ জন Aug 06, 2025
আসছে ১২ দলীয় জোটের সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক Aug 06, 2025
মার্কিন নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে অপ্রতিরোধ্য ইরান! Aug 06, 2025
img
আ.লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণ, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া আটক Aug 06, 2025
যুক্তরাষ্ট্র-রাশিয়া: মিত্রতা থেকে বৈরিতা, এক চিরন্তন দ্বন্দ্বের গল্প Aug 06, 2025
হোয়াটসঅ্যাপে সংঘবদ্ধ প্রতারণা, মেটার কড়া পদক্ষেপ Aug 06, 2025
img
দ্বিতীয়বারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক বৃহস্পতিবার Aug 06, 2025
img
সরকার চামড়া সংরক্ষণে সহযোগিতা করলে মানুষ অনেক বেশি অংশগ্রহণ করবে : বাণিজ্য উপদেষ্টা Aug 06, 2025
img
শেখ সেলিমের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ Aug 06, 2025
img
মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের জনগণ ভোট দেবে না: মেজর হাফিজ Aug 06, 2025
img
ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প Aug 06, 2025