২৬ আগস্টের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির আল্টিমেটাম

আগামী ২৬ আগস্টের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির আল্টিমেটাম দিয়েছেন রাজধানীর সরকারি সাত কলেজ শিক্ষার্থীরা। একই সঙ্গে আরও দুই দফা দাবিও জানিয়েছেন তারা।

বুধবার (৬ আগস্ট) বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ কর্মসূচি পালনের পর সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে চলমান আন্দোলন-সংগ্রামের পর প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বাস্তবায়ন কার্যক্রম এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। শিক্ষার্থীদের লাগাতার দাবির মুখে গত সোমবার সরকার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের রূপরেখা তুলে ধরে। দীর্ঘদিনের নীরবতা ভেঙে সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা একে নতুন বিশ্ববিদ্যালয়ের পথচলায় একটি ‘মাইলফলক’ বলে উল্লেখ করেছেন।

সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ইতোমধ্যে প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে। চলতি আগস্ট মাসের মধ্যেই ভর্তি পরীক্ষা আয়োজনের কথা রয়েছে। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে কার্যত যাত্রা শুরু করেছে নতুন এই বিশ্ববিদ্যালয়। এই পদক্ষেপ বাস্তবায়নে সরকারের নির্ধারিত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সরাসরি দায়িত্ব পালন করছে। আন্দোলনরত শিক্ষার্থীরা এজন্য ইউজিসিকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেছেন, সরকারের পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্ব ও নির্দেশনায়ই এই স্বপ্ন বাস্তবতার দোরগোড়ায় পৌঁছেছে।

তিনি আরও বলেন, গত সোমবার সরকারের ব্রিফিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে অধ্যাদেশ, বিশ্ববিদ্যালয়ের সনদ ও লোগো নিয়ে কোনো সুনির্দিষ্ট বক্তব্য আসেনি। শিক্ষার্থীদের ভাষ্য, সরকার কৌশলে এসব স্পর্শকাতর বিষয়ের কথা এড়িয়ে গেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে অধ্যাদেশ জারি করা হতে পারে। তবে শিক্ষার্থীরা মনে করছেন, বিষয়টি আবারও কালক্ষেপণের দিকে যাচ্ছে। তাদের অভিযোগ, পূর্বের একাধিক আল্টিমেটাম সত্ত্বেও সরকার অধ্যাদেশ নিয়ে গঠনমূলক কোনো পদক্ষেপ নেয়নি। এতে করে ‘ইচ্ছাকৃত দেরির’ আশঙ্কাও প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।

এমন অবস্থায় পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী আজ শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন।

আব্দুর রহমান বলেন, আগামী ২৬ আগস্টের মধ্যে অধ্যাদেশ জারি না হলে আন্দোলনের মাত্রা আরও বাড়ানো হবে। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো—

১. ২৬ আগস্টের মধ্যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ/আইন জারি করতে হবে এবং অধ্যাদেশ প্রণয়নে একটি ডেডিকেটেড সরকারি কমিটি গঠন করতে হবে।
২. অধ্যাদেশ জারির পর ভিসি, প্রক্টরসহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো গঠন করে ২০২৫–২৬ শিক্ষাবর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে হবে।
৩. বর্তমানে সাত কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের অফিসিয়ালি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে স্থানান্তর করতে হবে এবং তাদের নতুন পরিচয় নিশ্চিত করতে হবে।
তবে দাবি বাস্তবায়নের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলনের ধারাবাহিকতা চলবে বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত প্রার্থী মাসুদের নেই জমি-বাড়ি, পারিবারিক ঋণ ৪ লাখ ৫০ হাজার টাকা Jan 02, 2026
আকাশ প্রতিরক্ষায় রাশিয়ার অগ্রগতি, পতন যুক্তরাষ্ট্রের Jan 02, 2026
খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত Jan 02, 2026
যেসব নির্দেশনা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন Jan 02, 2026
রাক্ষস-আন্ধারে নতুন রূপে সিয়াম Jan 02, 2026
img
জুলাই হত্যা মামলা থেকে বিএনপি প্রার্থীকে অব্যাহতি Jan 02, 2026
নিউইয়র্কে সুখী পরিবার গড়লেন পিয়া Jan 02, 2026
ভিলেন হয়ে ফিরছেন কারিনা কাপুর Jan 02, 2026
বছরে একটি সিনেমাই করবেন আলিয়া Jan 02, 2026
টানা জয়েও অস্বস্তিতে লিভারপুল, অ্যানফিল্ডে প্রতিপক্ষ লিডস ইউনাইটেড Jan 02, 2026
img
সন্দীপ রেড্ডীর ছবিতে প্রভাস ও তৃপ্তির পারিশ্রমিকে আকাশ-পাতাল ফারাক! Jan 02, 2026
img
যশোর রেজিস্ট্রি অফিসে অগ্নিকান্ডে ২০০ বছরের পুরনো নথি নষ্ট Jan 02, 2026
img
বছর শুরুর দিন চেলসি ছাড়লেন কোচ মারসেকা Jan 02, 2026
img
অভিনেত্রী সোহা আলি খানের দিন শুরু করার রুটিন Jan 02, 2026
img
যুক্তরাজ্যে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে অভিযান, ৫ বাংলাদেশি গ্রেপ্তার Jan 02, 2026
img
জাপানের সংসদ ভবনে শৌচাগার সংকটে নারী সদস্যরা Jan 02, 2026
img
পেশায় ব্যবসায়ী এ্যানি, বছরে আয় ৪৭ লাখ ৩৬ হাজার টাকা Jan 02, 2026
img
জার্মানিতে নববর্ষ উদযাপনে হতাহতের ঘটনায় গ্রেপ্তার ৪০০ Jan 02, 2026
img
জুলাই যোদ্ধা নাহিয়ানের বাবার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Jan 02, 2026
img
মুন্সিগঞ্জে নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুমোদন Jan 02, 2026