'তারেক রহমানকে দেয়া কথা রেখেছেন প্রধান উপদেষ্টা'

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, প্রধান উপদেষ্টা মহোদয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই। তিনি লন্ডনের মিটিংয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যে কথা দিয়েছিলেন, তা রেখেছেন।

বুধবার (৬ আগস্ট) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ বিজয় মিছিল পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, লড়াই এখনো শেষ হয় নাই। আমাদের লড়াই শুধু ফ্যাসিবাদের পতনের জন্য ছিল না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ছিল। এজন্য আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছি। অনেকেই নানাভাবে বাধা সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু আমরা ক্রমাগত বলেছি- আমরা জনগণের শাসন চাই। আমরা এমন সরকার চাই- এমন সরকার দেশ পরিচালনা করুক, যাদেরকে জনগণ নির্বাচিত করবে। তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণকে জবাবদিহিতা করবে।

নজরুল ইসলাম খান আরও বলেন, যে বিজয়ের বর্ষপূর্তি আমরা উদযাপন করছি, তা এমনিতেই আসে নাই। এই বিজয় সকলের সমাবেত চেষ্টায় এসেছে। দীর্ঘ ১৬ বছর আপনারা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে অবিরাম লড়াই করেছেন। লড়াইয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, শত শত নেতাকর্মী খুন হয়েছে। অনেকেই পরিকল্পিত হত্যার শিকার হয়েছে। লাখো নেতাকর্মী আহত হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে। সবাই কোনো না কোনোভাবে বিগত সরকারের সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও কেউ লড়ায়ের ময়দান পরিত্যাগ করেন নাই। আপনারা ঐক্যবদ্ধ থেকেছেন,আর সে কারণেই ২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে। যারা শহীদ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাগফেরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা।

এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত ১৬ বছরে যারা জীবন দিয়েছে, তাদের স্বপ্ন পূরণ করতে হলে, তারেক রহমানের ৩১ দফা বাস্তায়বন করতে হলে বিএনপিকে নির্বাচিত করতে হবে। আর এই নির্বাচনে বিজয়য়ের একমাত্র মূল অস্ত্র হচ্ছে জনগণের হৃদয় জয় করা, জনগণের ভালোবাসা এবং তাদের সমর্থন অর্জন করা। তাই আজকের এইদিনে শপথ নিন, আমরা কেউ এমন কাজ করবো না, এমন কথা বলবো না। যাতে জনগণ কষ্ট পায়।

সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

সমাবেশ শেষে একটি বিশাল বিজয় মিছিল নগরীর টাউন হল থেকে শুরু হয়েছে স্টেশন রোড চত্বরে গিয়ে শেষ হয়। এতে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এফপি/ টিএ

Share this news on:

সর্বশেষ

img
আর্জেন্টিনা বনাম স্পেন : ফিনালিসিমার ভেন্যু ও তারিখ চূড়ান্ত ! Oct 13, 2025
img
গাজায় যুদ্ধের অবসান ঘটেছে: ট্রাম্প Oct 13, 2025
img
ট্রাম্পের নেতৃত্বে বিশ্বনেতাদের শান্তি সম্মেলনে থাকছে না মূল ২ পক্ষ Oct 13, 2025
img
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার Oct 13, 2025
img

চাকসু নির্বাচন

চলছে শেষ মুহূর্তের প্রচারণা Oct 13, 2025
img
নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি Oct 13, 2025
img
যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করতে চায়, ক্ষতি নয়: ট্রাম্প Oct 13, 2025
img
আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস Oct 13, 2025
img
তরুণ কৃষি-উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার Oct 13, 2025
img
গাজায় ২০ মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা করবে যুক্তরাজ্য! Oct 13, 2025
img
মোদি প্রসঙ্গে বিক্রান্তকে নিয়ে ব্যঙ্গ-রসিকতা সামাজিক মাধ্যমে Oct 13, 2025
img
আজ জীবিত ইসরায়েলি সব বন্দীকে মুক্তি দেবে হামাস Oct 13, 2025
img
"আন্তর্জাতিক অঙ্গনে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে নেতিবাচক কথাবার্তা শুরু হয়ে গেছে" Oct 13, 2025
img
ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, নেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা Oct 13, 2025
img
শিক্ষা ভবন অভিমুখে ৭ কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা কর্মসূচি আজ Oct 13, 2025
img
‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’ দেখে অদ্ভুত আচরণ দর্শকের Oct 13, 2025
img
আবু সাঈদ হত্যার ঘটনায় ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Oct 13, 2025
img
মেক্সিকোতে ভারী বর্ষণ ও বন্যায় প্রাণ গেল ৪৪ জনের, নিখোঁজ ২৭ Oct 13, 2025
img
৭০তম ফিল্মফেয়ার আসরে ‘কিং’ শাহরুখের উপস্থিতিতে উন্মাদনা Oct 13, 2025
img
গত তিন নির্বাচনের অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহে তদন্ত কমিশন Oct 13, 2025