'তারেক রহমানকে দেয়া কথা রেখেছেন প্রধান উপদেষ্টা'

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, প্রধান উপদেষ্টা মহোদয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই। তিনি লন্ডনের মিটিংয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যে কথা দিয়েছিলেন, তা রেখেছেন।

বুধবার (৬ আগস্ট) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ বিজয় মিছিল পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, লড়াই এখনো শেষ হয় নাই। আমাদের লড়াই শুধু ফ্যাসিবাদের পতনের জন্য ছিল না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ছিল। এজন্য আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছি। অনেকেই নানাভাবে বাধা সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু আমরা ক্রমাগত বলেছি- আমরা জনগণের শাসন চাই। আমরা এমন সরকার চাই- এমন সরকার দেশ পরিচালনা করুক, যাদেরকে জনগণ নির্বাচিত করবে। তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণকে জবাবদিহিতা করবে।

নজরুল ইসলাম খান আরও বলেন, যে বিজয়ের বর্ষপূর্তি আমরা উদযাপন করছি, তা এমনিতেই আসে নাই। এই বিজয় সকলের সমাবেত চেষ্টায় এসেছে। দীর্ঘ ১৬ বছর আপনারা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে অবিরাম লড়াই করেছেন। লড়াইয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, শত শত নেতাকর্মী খুন হয়েছে। অনেকেই পরিকল্পিত হত্যার শিকার হয়েছে। লাখো নেতাকর্মী আহত হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে। সবাই কোনো না কোনোভাবে বিগত সরকারের সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও কেউ লড়ায়ের ময়দান পরিত্যাগ করেন নাই। আপনারা ঐক্যবদ্ধ থেকেছেন,আর সে কারণেই ২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে। যারা শহীদ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাগফেরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা।

এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত ১৬ বছরে যারা জীবন দিয়েছে, তাদের স্বপ্ন পূরণ করতে হলে, তারেক রহমানের ৩১ দফা বাস্তায়বন করতে হলে বিএনপিকে নির্বাচিত করতে হবে। আর এই নির্বাচনে বিজয়য়ের একমাত্র মূল অস্ত্র হচ্ছে জনগণের হৃদয় জয় করা, জনগণের ভালোবাসা এবং তাদের সমর্থন অর্জন করা। তাই আজকের এইদিনে শপথ নিন, আমরা কেউ এমন কাজ করবো না, এমন কথা বলবো না। যাতে জনগণ কষ্ট পায়।

সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

সমাবেশ শেষে একটি বিশাল বিজয় মিছিল নগরীর টাউন হল থেকে শুরু হয়েছে স্টেশন রোড চত্বরে গিয়ে শেষ হয়। এতে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এফপি/ টিএ

Share this news on:

সর্বশেষ

গাজা দখলে ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন, আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা Aug 09, 2025
ট্রাম্পের সামনে আর্মেনিয়া-আজারবাইজানের শান্তি চুক্তি সই Aug 09, 2025
শতকোটি টাকা নিয়ে উধা'ও ফ্লাইট এক্সপার্ট; ভুক্তভোগীর আর্তনাদ Aug 09, 2025
img
চীন-রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প : জন বোল্টন Aug 09, 2025
মাঠে হ্যাটট্রিক, মঞ্চে জবাব: রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্স Aug 09, 2025
সাঈদ আনোয়ারের রেকর্ড ভাঙতে এক সেঞ্চুরির দূরত্বে বাবর আজম Aug 09, 2025
img
নীলা ইস্রাফিলের অভিযোগ প্রত্যাখ্যান সারোয়ার তুষারের Aug 09, 2025
img
'গণঅভ্যুত্থানের মাধ্যমে উদিত সূর্যকে অস্তমিত হতে দেওয়া যাবে না' Aug 09, 2025
মিরপুরে একাকী লড়াই, এশিয়া কাপে খেলার আশা শান্তর Aug 09, 2025
নফস কে কন্ট্রোল করার টিপস Aug 09, 2025
img
সৌম্য সরকারের সঙ্গে উত্তেজনার পেছনের কারণ জানালেন ভারতের রানা Aug 09, 2025
img
যদি বেশি গোলমাল দেখি পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেব : সিইসি Aug 09, 2025
img
ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইটে ঢাকায় আসছে আবাহনীর প্রতিপক্ষ Aug 09, 2025
img
শেষ বলের ছক্কায় আয়ারল্যান্ডের রোমাঞ্চকর জয় Aug 09, 2025
img
‘যারা নির্বাচনে ভয় পায়, তারাই পিআর পদ্ধতি চায়’ Aug 09, 2025
img
মিরসরাই সীমান্তে আটক দিপু মনির ভাগনেসহ চারজন Aug 09, 2025
img
বিয়ে ভেঙে উরফিকে বেছে নিলেন শিল্পপতি প্রেমিক Aug 09, 2025
img
ঢাবিতে ছাত্রদলের কমিটিতে ৬০ এর অধিক ছাত্রলীগ, অব্যাহতি মাত্র ৬ Aug 09, 2025
img
বিয়ে করতে যাচ্ছেন উরফি জাভেদ, পাত্র কে? Aug 09, 2025
img
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ ,গম্ভীরের চাকরি ঝুঁকিতে Aug 09, 2025