গণ-অভ্যুত্থানের বিরোধিতাকারী ২১ শিক্ষকের তালিকা ও ছবি প্রকাশ

জুলাই গণ-অভ্যুত্থানের বিরোধিতাকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২১ শিক্ষকের নাম ও ছবি প্রকাশ করেছে শাখা ছাত্রদল। এ সময় প্রকাশিত তালিকায় থাকা শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

সমাবেশ শেষে বিকেল সাড়ে ৩টার দিকে প্যারিস রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। ছাত্রদলের নেতাকর্মীরা ‘ফ্যাসিস্টের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘বছর গেল পেড়িয়ে আওয়ামী লীগের দোসর কেন বাহিরে’, ‘সুপারিশ, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য এই ক্যাম্পাসে চলবে না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘প্রশাসনের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমাদের দাবি ছিল বিশ্ববিদ্যালয়ে আওয়ামী দোসর সব শিক্ষককে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে নীরব।

প্রশাসন আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে প্রতারণা করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আজ ২১ জন ফ্যাসিবাদের দোসর শিক্ষকের নাম পরিচয় প্রকাশ করেছি। যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত তাদের আইনের আওতায় আনতে পারে।’

আওয়ামীপন্থী ফ্যাসিস্ট শিক্ষকদের বিচারের আগে রাকসু নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ। 

তিনি বলেন, ‘বর্তমান প্রশাসন একপাক্ষিক একটি সংগঠনের এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টা চালাচ্ছে। অথচ এই প্রশাসনের প্রথম কাজ ছিল আওয়ামী দোসরদের বিচার করা। আওয়ামীপন্থী ফ্যাসিস্ট শিক্ষকদের বিচারের আগে রাকসু নির্বাচন হতে দেওয়া হবে না।’

সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, ‘আপনি যদি স্বৈরাচারের দোসর উপাচার্যকে দেখতে চান তাহলে তার বিভাগে যান, যার অনুমতি নিয়ে ক্যাম্পাসে গুলি করা হয়েছিল সেই প্রক্টর আসাবুলকে দেখতে চাইলে গণিত বিভাগে যান। বর্তমান প্রশাসনের আমলে এসেও তারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন, এসির বাতাস খাচ্ছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান থাকবে, আপনারা অনতিবিলম্বে তাদের বিচারের আওতায় নিয়ে আসুন। অন্যথায় ছাত্রদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

ছাত্রদলের করা গণ-অভ্যুত্থানে বিরোধিতাকারী শিক্ষকদের তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম একরামুল্লা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মুসতাক আহমেদ, সাবেক সহ-উপাচার্য ও রসায়ন বিভাগের বর্তমান সভাপতি চৌধুরি মো. জাকারিয়া, ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম, মার্কেটিং বিভাগের অধ্যাপক বোরাক আলী, ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, আইন বিভাগের অধ্যাপক আবু নাসের ওয়াহেদ, মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. ওমর ফারুক সরকার প্রমুখ।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
স্ত্রী-কন্যাসহ সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের আয়কর নথি জব্দ Nov 03, 2025
img
৭ মাস পর সচিব পেল পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ Nov 03, 2025
img
নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগ দিলেন নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী Nov 03, 2025
img
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে, হবে এসবি ভেরিফিকেশন: আনসার মহাপরিচালক Nov 03, 2025
img
এবার চীন থেকে ভয়ংকর ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ Nov 03, 2025
img
ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬ Nov 03, 2025
সংসদের নতুন ১০০ আসন দুর্নীতির নতুন দরজা খুলবে : ব্যারিস্টার ফুয়াদ Nov 03, 2025
হাসিনাকে ফিরিয়ে দিলেও, জাকির নায়েককে ভারতের হাতে দেব না! Nov 03, 2025
img
মারাঠি অভিনেত্রীর সঙ্গে গোবিন্দর প্রেমের গুঞ্জন , সর্তক করলেন সুনীতা Nov 03, 2025
img
সার্ভার স্টেশন নির্মাণে ২৪ ডিসির কাছে ভূমি চাইল ইসি Nov 03, 2025
img
সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের ঘটনায় পতাকা বৈঠক Nov 03, 2025
img
হার্ট অ্যাটাকে আক্রান্ত দাদি, জানতেন না বিশ্বকাপজয়ী অলরাউন্ডার Nov 03, 2025
img
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭ Nov 03, 2025
img
গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের ছাত্রদল নেতা আশিকের Nov 03, 2025
img
বিসিবির বর্তমান কমিটির অধীনে ক্রিকেট খেলবে না ৪৩ ক্লাব Nov 03, 2025
img
নির্ধারিত হয়েছে এবারের বিশ্ব ইজতেমার সময়সূচি Nov 03, 2025
img
জনগণের রায়ের সরকার চায় দেশবাসী: এ টি এম বারী ড্যানী Nov 03, 2025
img
শামীম ওসমানের আয়কর নথি জব্দের আদেশ আদালতের Nov 03, 2025
img
জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট উপাধি দেওয়ার দাবি ঢাবি শিক্ষার্থীদের Nov 03, 2025
img
ফরিদপুরে দ্বিতীয় দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯ Nov 03, 2025