ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এ মিছিল করে তারা।
রাত সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী শহীদ আফনান চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিন তেমুহনী গিয়ে শেষ হয়। এতে দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেয়।
এর আগে, শহরের শহীদ আফনান চত্ত্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন ছাত্র সমন্বয়ক সাইফুল ইসলাম মুরাদ ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহবাজ মাহমুদ চৌধুরী জিদানসহ প্রমুখ।
বক্তারা বলেন, ওসমান হাদিকে হত্যার ঘটনায় পরিকল্পিত। সে জন্য পলাতক শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি নিশ্চিত করতে হবে। তা না হলে আন্দোলনের মাধ্যমে সারা দেশ অচল করে দেওয়া হবে।