‘এনসিপির কাঁধে ভর করে দেশে আবারো ফ্যাসিবাদ ফিরে আসছে’ বলে মন্তব্য করেছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ।
বৃহস্পতিবার (৭ অগস্ট) রাতে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
হুমায়ুন বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা যে সব অপকর্ম আগে করতো বর্তমানে সেগুলো এনসিপির নেতাকর্মীরা করে বেড়াচ্ছে। বিভিন্ন জেলায় তারা কমিটির নামে ফ্যাসিবাদ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করছে।
আগামী নির্বাচনে এনসিপি একটাও আসন পাবে না।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন বাঁচার জন্য জায়গা খুঁজছে। তারা মনে করছে এনসিপি এখন সরকারি দল। তাই সুবিধার লোভে ফ্যাসিবাদ এখন এনসিপির ডানার তলে যাচ্ছে।
এনসিপির মিটিং এ বড় করে দেখানোর জন্য কতিপয় রাজনৈতিক দল তাদের লোক যোগান দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘নব্বইয়ের গণঅভ্যুত্থাণে নেতৃত্ব দেওয়া ছাত্ররা জাতীয় রাজনীতিতে এসেছে। কিন্তু একটি রাজনৈতিক দল আলাদা করতে হবে অথবা ভোট না করে তারা নিজেদের সুবিধা নিয়েছে এমন ঘটনা ঘটেনি।
তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থাণকে কয়েকজন ছাত্র তাদের নিজেদের সম্পত্তি মনে করছে।
এমআর