নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। স্বাগতিক লাওসের বিপক্ষে বড় জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে সাগরিকারা। মূলপর্ব নিশ্চিতের পথে এগিয়ে যেতে পূর্ব তিমুরের বিপক্ষে দলগত নৈপুণ্যে জয় চান কোচ পিটার বাটলার।
ভিয়েনতিয়ানের লাও ন্যাশনাল স্টেডিয়ামে, ম্যাচ শুরু হবে শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৩টায়।
পূর্ব তিমুর ম্যাচের আগে লাওসে বড় সুখবর পেয়েছে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ফিফা র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছে লাল সবুজ। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের তিন ম্যাচের জয়ে ২৪ ধাপ এগিয়েছে আফঈদারা। ফিফার কাছ থেকে এমন অর্জনের খবরে লাওসেও খুশির বন্যা বয়ে গেছে ছোটদের মাঝে। পূর্ব তিমুরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে গর্জে ওঠার অপেক্ষায় আফঈদারা।
আসরে উড়ন্ত সূচনা হয়েছে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্বাগতিক লাওসের সঙ্গে চোখ চোখ রেখে লড়াই করেছে সাগরিকারা। গেল কয়েকমাস ধরে টানা খেলার মধ্যে আছে নারীরা।
মিয়ানমারে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পর, ঢাকায় অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়। এরপর খবু বেশি বিশ্রাম পায়নি সাগরিকারা-মুনকিরা। পাড়ি জমাতে হয়েছে লাওসে। এশিয়ান কাপ বাছাইয়ে খেলা জাতীয় দলের ৯ ফুটবলার ছিলেন অনূর্ধ্ব-২০ সাফের দলে।
শিরোপাজয়ী দলটাকেই এবার লাওসে নিয়ে এসেছেন পিটার বাটলার। অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশকে শিরোপা উপহার দেওয়ার ম্যাচে একাই ৪ গোল করেছিলেন ফরোয়ার্ড সাগরিকা। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপেও ধারাবাহিক আক্রমণভাগের এই ফুটবলার। লাওস ম্যাচে করেছেন জোড়া গোল। মিডফিল্ডার মুনকিও দিয়েছেন কোচের আস্থার প্রতিদান।
পূর্ব তিমুরের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে সিরিয়াস বাটলার। এ ম্যাচেও গোলপোস্টে কোচের পছন্দের তালিকায় শীর্ষে স্বপ্না রানী মন্ডল।আক্রমণে সাগরিকার সঙ্গী হতে পারেন নবিরন, কৃষ্ণা ও পূজা দাস।
মাঝমাঠে শিখা, শান্তি মারডি ও স্বপ্না রানীরই থাকার সম্ভাবনা কোচের শুরুর একাদশে। রক্ষণে জয়নব, আফঈদা। তবে, গত ম্যাচে শেষ সময়ে লাওসের বিপক্ষে গোল হজম করায় রক্ষণভাগ নিয়ে নিজের হতাশা প্রকাশ করেন কোচ পিটার বাটলার।
এ ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ডিফেন্ডারদের। প্রতিপক্ষ পূর্ব তিমুর নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৯-০ গোলে বিধ্বস্ত হয়েছে। তাই তাদের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী আফঈদারা।
বাছাইয়ের আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্সআপসহ মোট ১২ দল খেলবে আগামী বছর থাইল্যান্ডে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে।
তাই মূল পর্বের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই লাল সবুজের। সিনিয়রদের পথ ধরে উড়তে থাকা বয়সভিত্তিক দল চায় দলগত চেষ্টায় সে আশা বাঁচিয়ে রাখতে।
এমআর