সুস্থ থাকলে আর খেলতে রাজি হলে, তামিম ইকবালকে নিয়েই আগামী মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগের দল গড়তে চায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। গেল আসরে দলটিতে খেলা ক্রিকেটারদের অনেকের সঙ্গেই কথা হয়েছে ক্লাব কর্তৃপক্ষের। তাদের নিয়েই দীর্ঘদিনের শিরোপা খরা এবার ঘোচাতে চায় সাদা-কালোরা।
এদিকে ক্লাবের কাউন্সিলরশিপ পেলে আসন্ন বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান।
সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ; তাওহীদ হৃদয় কিংবা মেহেদী হাসান মিরাজ। গেল ক'বছরে দেশের ক্রিকেটের খুব কম তারকা ক্রিকেটারই আছেন যারা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেননি। কিন্তু তারপরও কাঙ্ক্ষিত ঢাকা লিগের শিরোপা জিততে পারেনি সাদা কালোরা।
গেল মৌসুমে তামিম ইকবালের নেতৃত্বে টুর্নামেন্ট শুরু করা মোহামেডানকে শেষ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হয় রানার্সআপ হয়ে। যদিও ব্যাট হাতে শুরুটা দারুণ করেছিলেন তামিম। লিগের মাঝপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার আগে ৭ ইনিংসে ২ সেঞ্চুরিতে করেন ৩৬৮ রান। গেল আসরে ট্রফি না জিতলেও, দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। এবারো তামিমকে ঘিরেই ডিপিএলের পরিকল্পনা করছে মোহামেডান। ক্লাবের ক্রিকেট কমিটি চেয়ারম্যানের প্রত্যাশা, আগামী আসরে ঘুচবে তাদের দেড় দশকের শিরোপা খরা।
এ বিষয়ে মাসুদুজ্জামান বলেন, ‘সবকিছুই নির্ভর করছে তামিমের শারীরিক অবস্থার ওপর। আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। ও যদি সুস্থ থাকে, ও যদি খেলতে চায়, ও খেলতে পারবে। মাহমুদউল্লাহও যদি আমাদের সঙ্গে থাকতে চায়, খেলতে চায়, অবশ্যই আমরা তাকে স্বাগতম জানাব।’
দীর্ঘ দিন ধরে মোহামেডান ক্লাবের ক্রিকেট কার্যক্রম সামলে চলেছেন মাসুদুজ্জামান। তারপরও বিসিবির সবশেষ নির্বাচনে ক্লাব থেকে পাননি কাউন্সিলরশিপ। ক'মাস পরই বিসিবি নির্বাচন। ক্লাব থেকে কাউন্সিলরশিপ পেলে আসন্ন বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান।
তিনি বলেন, ‘আমি মনে করি, সিসিডিএম অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। বোর্ডে যদি আমার অংশগ্রহণ থাকে তাহলে হয়তো আমি আমার কথাটা বলতে পারি। ক্লাব যদি মনে করে আমার নির্বাচন করা দরকার, ক্লাব থেকেই নির্দেশনা আসবে। ভালো করার চেষ্টা করব।’
শুধু ক্রিকেট বোর্ড নয়, এই সংগঠক আসন্ন জাতীয় নির্বাচনেও প্রতিদ্বন্দ্বীতা করতে চান তার নিজ এলাকা নারায়ণগঞ্জ থেকে।
এফপি/টিএ