বেল্লমকোন্ডা সাই শ্রীনিবাস এবং অনুপমা পরমেশ্বরনের অভিনয়ে রোমান্টিক নাটক ‘কিশকিন্ধাপুরি’র প্রথম সিঙ্গেল ‘উন্ডিপোভে নাথনে’ মুক্তি পেয়েছে। চৈতন ভরাদ্বাজের সুর এবং জাভেদ আলির কন্ঠে গাওয়া এই গানটি পূর্ণা চারির কবিতাময়ী লেখায় ভালোবাসার অনুভূতি তুলে ধরেছে।
দর্শকদের মন জয় করতে ‘শাইন স্ক্রিনস’ ব্যানারের চলচ্চিত্রটির পরিচালনা করছেন কৌশিক পেগাল্লাপতি। প্রধান চরিত্রে শ্রীনিবাস এবং অনুপমার অভিনয়ে জমে উঠেছে দারুণ রসায়ন।
শ্রীনিবাসের সাম্প্রতিক ব্যবসায়িক ত্রুটির পর ‘কিশকিন্ধাপুরি’র মাধ্যমে ফের ফিরতে চান, আর অনুপমার সৌভাগ্য চিত্রটিকে সফলতার দিকে নিয়ে যাবে বলে আশা দর্শকদের।
এফপি/ টিএ