ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী সংগীতা দাস।
ভারতীয় সংবাদমাধ্যম 'এ নিউজ' বাংলার প্রতিবেদন থেকে জানা যায়, কনটেন্ট ক্রিয়েটরের নামে প্রায়ই কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করছেন স্যান্ডি। সম্প্রতি তিনি রাতের পোশাক নাইটি পরে দিনের আলোতে রাস্তায় হাঁটছেন এমন একটি ভিডিও তৈরি করে তার ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।
এ ভিডিওর জেরেই স্যান্ডিকে আইনি নোটিশ পাঠান আইনজীবী সংগীতা দাস। সংবাদমাধ্যমে তিনি বলেন,দীর্ঘদিন ধরে নাইটি পরে নিজেকে প্রমোট করে চলেছেন এ কনটেন্ট ক্রিয়েটর। যা শুধু দেশ নয়, বিদেশের মাটিতেও ভারতীয় সংস্কৃতিকে নিচে নামাচ্ছে। আমাদের দেশের নারীদের নিচু করা হচ্ছে। তিনি বিষয়টাকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যা ভারতীয়দের জন্য লজ্জা ও অপমানজনক।
আইনজীবী সংগীতা আরও বলেন, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে খ্যাতি পেয়েছেন তিনি। তার মতো এমন বড় কনটেন্ট ক্রিয়েটরের কাছ থেকে এখন এটা আশা করা যায় না। কারণ যখনই কেউ একজন বড় কনটেন্ট ক্রিয়েটর হয়ে যান তখন তার একটা দায়িত্ব তৈরি হয় যে তার ভিডিওগুলো সমাজে ভালো নাকি খারাপ বার্তা নিয়ে আসছে সেটি খেয়াল রাখার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনজীবী সংগীতা দাসের মন্তব্য ছড়িয়ে পড়লে বেশিরভাগ নেটিজেনরাই তার সঙ্গে সহমত পোষণ করেন। একজন লেখেন, ‘এই ছেলেটি দিন দিন মানুষের রুচিকে একদম তলানিতে নিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আইনি ব্যাবস্থা অবিলম্বে নেয়া উচিত।’
আরেক জন লেখেন, ‘সংগীতা দিদিভাই আপনি এদের শাস্তির ব্যবস্থা করুন। যেন কোনোদিন আর ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় অযোগ্য ছবি আমাদের দেখতে না হয়।’
প্রসঙ্গত, কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা পুরুষ হলেও নারী সেজে ভিডিও বানাতে পছন্দ করেন। ব্যক্তিজীবনে নিজেকে ‘হোমোসেক্সুয়াল’ বলে দাবি করেন এ কনটেন্ট ক্রিয়েটর।
কেএন/টিকে