ভারতের জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা, যাকে ভক্তরা ভালোবেসে ‘ন্যাশনাল ক্রাশ’ বলে ডাকেন, নিজের অভিনয়জীবনের সবচেয়ে বড় মোড় পরিবর্তনের গল্প শোনালেন। ‘পুষ্পা’-তে শ্রীভল্লি আর ‘ছাভা’-তে ইয়েসুবাই চরিত্রে অভিনয় তাঁর ক্যারিয়ারে এনে দিয়েছে এক অন্য উচ্চতা। রাশমিকার ভাষায়, এই দুটি চরিত্র তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে, পরিণত করেছে আরও পরিপক্ব একজন অভিনেত্রীতে।
‘পুষ্পা’ তাঁকে সারা দেশে পরিচিত মুখে পরিণত করে, আর রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমাল’-এর মতো ছবি তাঁকে আলোচনায় রেখেছে, যদিও মাঝেমধ্যে তাঁর মন্তব্য ও কাজের প্রতি হালকা দৃষ্টিভঙ্গি সমালোচনার জন্ম দিয়েছে।
তবে সব কাজেই যে সাফল্য এসেছে, তা নয়। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘কুবেরা’ নিয়ে রাশমিকার আক্ষেপ লুকানো নেই-কারণ ছবির একক গানটি বাদ দেওয়া হয়েছে এবং তাঁর চরিত্রও প্রত্যাশা পূরণ করেনি। তবে হতাশা পেছনে ফেলে তিনি এখন মনোযোগী আগামী প্রজেক্ট ‘দ্য গার্লফ্রেন্ড’ ও ভৌতিক ঘরানার ‘থামা’-তে। আদিত্য সরপোতদার পরিচালিত ও ম্যাডক ফিল্মস প্রযোজিত ‘থামা’ নিয়ে তাঁর আশা, এটি হতে পারে তাঁর ক্যারিয়ারের পরবর্তী বড় সাফল্য।
ক্যারিয়ারে ওঠাপড়া থাকলেও রাশমিকা আজ ভারতের অন্যতম ব্যাংকেবল তারকা। ‘পুষ্পা ২’, ‘অ্যানিমাল’ ও ‘ছাভা’-র মতো বাণিজ্যিক সাফল্য প্রমাণ করে, জনপ্রিয়তার গ্রাফে তিনি এখনো শীর্ষে।
টিকে/