ডিসেম্বরের মধ্যেই এনসিটিসহ ৩ টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে হস্তান্তর করা হবে: বিডার নির্বাহী চেয়ারম্যান

আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)সহ তিন টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

আজ রবিবার (১০ আগস্ট) চট্টগ্রাম বন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এর আগে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর ফটকে এজেন্ট ডেস্ক উদ্বোধন করেন নির্বাহী চেয়ারম্যান। পরে তিনি সিপিআর ফটকে ভেহিকল ও কনটেইনার ডিজিটাল ডাটা এক্সচেঞ্জ সিস্টেম উদ্বোধন করেন। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিডা চেয়ারম্যান বলেন, ‘আন্তর্জাতিক টেন্ডারের প্রক্রিয়া চলছে। আমাদের ইচ্ছা, চলতি বছরের শেষ নাগাদ চট্টগ্রাম বন্দরের এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনালকে প্রথম অপারেটরকে দিয়ে যাওয়া। ৩১ ডিসম্বরের মধ্যেই আমরা টার্মিনালগুলোকে প্রথম অপারেটরের কাছে হস্তান্তর করব।

তিনি বলেন, ‘আমরা সব সময় বলে এসেছি, চট্টগ্রাম বন্দরকে গ্লোবাল র‌্যাংকিংয়ে একদম ওপরের দিকে থাকতে হবে। এ জন্য সবচেয়ে ভালো অপারেটর নিয়ে আসতে হবে। বন্দরের মধ্যে অনেকগুলো সংস্কার করা হচ্ছে। আমরা সব সময় যে অভিযোগ সবার কাছ থেকে পাই, তা হলো দুর্নীতি ও হয়রানি। সেটাও কমে আসবে। আমরা দেখতে চাই, ২০৩০ সালের মধ্যে দেশের বন্দরের ক্যাপাসিটি চার-পাঁচ গুণ বেড়ে গেছে।’

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে নির্বাহী চেয়ারম্যান বলেন, বন্দরের যে প্রকল্পগুলো রয়েছে, সেগুলো আমরা দ্রুত শেষ করার চেষ্টা করব। আমাদের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যে বড় বন্দরগুলোকে উল্লেখযোগ্য উন্নতির দিকে নিয়ে যাওযা। এ জন্য কিছু এপ্রিমেন্ট সাইন করে দিয়ে যেতে চাই।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে নিয়োগ পাওয়া বিদেশি অপারেটর আরএসজিটির (রেড সি গেটওয়ে টার্মিনাল) যে অভিজ্ঞতা হয়েছে তা একদমই সুখকর নয়। তাঁরা এসেছেন, তাঁরা আরো কয়েকটি দেশে অপারেট করছেন। ডিপি ওয়ার্ল্ড বা এপিএমের ৬০-৭০ টি দেশে অপারেট করার অভিজ্ঞতা রয়েছে, আরএসজিটির হয়তো এতটা দেশে অপারেট করার অভিজ্ঞতা নেই, কিন্তু বেশ কয়েকটি দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে তাঁদের খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে, অনেক ধরনের জটিলতার মধ্যে পড়েছেন তাঁরা। সংকটটা হয়েছে মূলত বাংলাদেশ সরকার কখনো আন্তর্জাতিক অপারেটরদের ডিল করেনি।

বিডার নির্বাহী চেয়ারম্যান সকালে বন্দর ভবনের বোর্ড কক্ষে বন্দরের উন্নয়ন ও অপারেশন সংক্রান্ত বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর রবির সঙ্গে ফাইভজি সার্ভিস চালুর বিষয়ে চু্ক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন। 

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সমুদ্রে মাছ ধরছেন প্রভা, ভক্তদের চমকে দিলেন নতুন রূপে Aug 13, 2025
img
আজ বিপ্লবের প্রবাদ পুরুষ ফিদেল কাস্ত্রোর ৯৯তম জন্মদিন Aug 13, 2025
img
যে দুই কারণে হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি Aug 13, 2025
আপনার সকাল যেভাবে বরকতময় করবেন | ইসলামিক জ্ঞান Aug 13, 2025
সুন্নাহ অনুযায়ী দিনটা যেভাবে শুরু করবেন | ইসলামিক জ্ঞান Aug 13, 2025
ধানুশের সাথে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন ম্রুণাল ঠাকুর Aug 13, 2025
ট্রাম্পের শুল্কের ঘা খেয়ে পুতিন-জেলেনস্কির সঙ্গে মোদির ফোনালাপ Aug 13, 2025
img
শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদি Aug 13, 2025
img
পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে : চরমোনাই পীর Aug 13, 2025
img
ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পুতিনের কিমকে বন্ধুত্বের বার্তা Aug 13, 2025
ডিপফেইকে হেয় নারী রাজনীতিকরা Aug 13, 2025
পুরনো প্যান্ট-শার্ট আর সস্তা স্যান্ডেল সাদামাটা হাসনাত আব্দুল্লাহ Aug 13, 2025
img
চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল Aug 13, 2025
img
শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী Aug 13, 2025
img
ঐতিহাসিক ১০ নম্বর জার্সিতে নেমেই জোড়া গোল করলেন এমবাপ্পে Aug 13, 2025
img
সামাজিক যোগাযোগমাধ্যমে পাবলিক পরীক্ষার উত্তরপত্র, বানানো হচ্ছে রিলস-টিকটক! Aug 13, 2025
img
আশুলিয়ার ঘটনায় হওয়া মামলার শুনানি: ৮ আসামি ট্রাইব্যুনালে Aug 13, 2025
img
শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-রাজশাহী ট্রেন যোগাযােগ বন্ধ Aug 13, 2025
img
তামিম-শান্তদের আগে নারী দলকে প্রশিক্ষণ দিচ্ছেন পাওয়ার হিটিং কোচ Aug 13, 2025
img
গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলের গ্যাংস্টারসুলভ মানসিকতার পরিচয় : উ. কোরিয়া Aug 13, 2025