'প্রেশার দিয়ে দেখো ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না'

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে আবারও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও।


এতে আন্দোলন বন্ধের বিনিময়ে টাকা নিতে পরামর্শ দিতে শোনা যায় তাকে।


এর আগেও বড় অঙ্কের চাঁদাবাজি ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি।

নিজাম উদ্দিন দাবি করেছেন, এটি পুরোনো ভিডিও।

এনসিপি নেতারা জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে ব্যাখ্যা চাইবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও আপলোড করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম লেখেন, সাইফপাওয়ার টেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন, এটা শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।

ফেসবুকে ছড়িয়ে পড়া দেড় মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনকে নিজাম উদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কলে কথা বলতে দেখা যায়, যেটি অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয়।

শুরুতে আফতাব হোসেন বলেন, ‘যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কী করব?’ 

জবাবে নিজাম উদ্দিন বলেন, ‘আন্দোলন বন্ধ করাব। তোমারে দিছে, টাকা দিছে?’

এ পাশ থেকে ‘হ্যাঁ’ জবাব দেন আফতাব।

কত লাখ টাকা দেওয়া হয়েছে এমন প্রশ্নে আফতাব বলেন ‘পাঁচ’।

এরপর নিজাম উদ্দিনকে বলতে শোনা যায় ‘আরও বেশি নিতা প্রেশার দিয়ে…তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না, নিতে পারলে ওদেরকে আমি এনে, রোহান, মীরদেরকে এসে কিছু দিয়ে দিলাম।’

অভিযোগের বিষয়ে নিজাম উদ্দিন বলেন, পুরোনো ভিডিও ছড়িয়ে আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এগুলো পরিকল্পিত।

এনসিপি চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থেকে তাকে একবার বহিষ্কার করা হয়েছিল। জবাব সন্তোষজনক হওয়ায় তার পদ ফিরিয়ে দেওয়া হয়েছিল। এখন যেহেতু অভিযোগ উঠেছে, আমরা তার কাছে ব্যাখ্যা চাইব।

এর আগে গত ৫ জুলাই নিজামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছেন রিয়াজুল জান্নাত নামের এক নারী।

চিঠিতে ওই নারী উল্লেখ করেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজাম উদ্দিন। এরপর নিজামকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে কিছুদিন তাকে আবার দলে ভেড়ানো হয়েছে।

সবশেষ ৯ আগস্ট এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন ও এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। ৩২ সদস্যের ওই কমিটিতে নিজামকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়।

এমআর/টিকে 


Share this news on:

সর্বশেষ

img
মানসিক দিক থেকে কখনোই দুর্বল হওয়া উচিত নয় : সুদীপ্তা চক্রবর্তী Aug 11, 2025
img
দুর্নীতি পুরোপুরি নির্মূল সম্ভব নয়: দুদক চেয়ারম্যান Aug 11, 2025
img
সুরভীর প্রেমে চীন থেকে বিরলে ছুটে এলেন ইয়ং সং Aug 11, 2025
বহু বছরের প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন জয়া আহসান Aug 11, 2025
img
অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাওয়ার বার্তা পাক সেনাপ্রধানের, প্রতিক্রিয়ায় ভারত Aug 11, 2025
মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পাচ্ছেন প্রধান উপদেষ্টা Aug 11, 2025
img
প্লট দুর্নীতি: হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু Aug 11, 2025
img
তিন বাহিনীকে চাইলে নির্বাচনে রাখতে পারবে ইসি Aug 11, 2025
img
প্রোপাগান্ডায় কান না দিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে শিবির : জাহিদুল ইসলাম Aug 11, 2025
img
অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ Aug 11, 2025
img
সিলেটে রায়হান হত্যার ঘটনায় এসআই আকবর জামিনে মুক্ত Aug 11, 2025
img
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৪৩৪, একজনের মৃত্যু Aug 11, 2025
img
ট্রাম্পের শুল্কের প্রতিবাদে ভারতজুড়ে মার্কিন পণ্য বয়কটের ডাক Aug 11, 2025
img
‘যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে নিজের প্রকৃত চেহারা দেখাচ্ছে পাকিস্তান’ Aug 11, 2025
img
ফেল থেকে পাস ৪ হাজার, ফল বদল ১৫ হাজার এসএসসি শিক্ষার্থীর Aug 11, 2025
img
আমি ঠিক আছি, তবে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি : মাসুদ কামাল Aug 11, 2025
img
৯ বছরের মধ্যে ফিফা র‌্যাংকিংয়ে ভারতের সর্বনিম্ন অবস্থান Aug 11, 2025
img
মাসে দশ লাখ টাকায় বিসিবিতে যোগ হেমিংয়ের Aug 11, 2025
img
ওটিটিতে আসছে বিজয় দেবরাকোন্ডার ‘কিংডম’ Aug 11, 2025
img
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ : আইজিপি Aug 11, 2025