দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা সুরিয়া এবার প্রথমবারের মতো সরাসরি বলিউডে পা রাখছেন। তার এই নতুন যাত্রায় পরিচালকের দায়িত্বে রয়েছেন ‘সিরি’ ও ‘থিরিচিত্রাম’খ্যাত ভেঙ্কি আটলুরি। বহু প্রতীক্ষিত এই দ্বিভাষিক (তামিল-হিন্দি) ছবির শুটিং বর্তমানে পুরোদমে চলছে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে।
ছবির নাম আপাতত রাখা হয়েছে ‘বিশ্বনাথন অ্যান্ড সন্স’, যেখানে সুরিয়ার বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যাবে মমিথা বাজুকে। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বর্ষীয়ান অভিনেত্রী রাভিনা ট্যান্ডন ও দক্ষিনী তারকা শরথ কুমার।
পরিচালক সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে একটি একক গানের দৃশ্যধারণ করা হবে একটি বিশাল সেটে, যার নির্মাণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রামোজি ফিল্ম সিটিতে। এরপর ছবির শুটিংয়ের পরবর্তী ধাপে থাকবে চমকপ্রদ অ্যাকশন দৃশ্যের কাজ, যা মূলত ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে।
চলচ্চিত্রটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত জি.ভি. প্রকাশ কুমার। ছবিটি প্রযোজনা করছে ‘সিতারা এন্টারটেইনমেন্টস’ প্রযোজনা সংস্থা, যার কর্ণধার নাগা ভামসি।
তামিল ছবিতে একের পর এক হোঁচট খেলেও সুরিয়া এই প্রজেক্টের মাধ্যমে নিজের বলিউড ক্যারিয়ার শক্ত ভিতের ওপর দাঁড় করাতে চাইছেন।
ভক্ত-অনুরাগীদের প্রত্যাশা, এই ছবিই হতে পারে বলিউডে তার জন্য মোড় ঘোরানো এক সুযোগ।
এমআর/টিকে