সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি ভিডিও প্রকাশ করেছেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। ভিডিওটি নতুন একটি গ্লামার ফটোশুটের। এতে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।
রোববার (১০ আগস্ট) রাতে অপু বিশ্বাস তার অফিশিয়াল পেজে ভিডিওটি আপলোড করেন। ভিডিওতে ডিপ মেরুন রংয়ের ফ্লোর টাচ গাউন আর ওড়নায় ধরা দিয়েছেন এ চিত্রনায়িকা।
ভিডিওতে কখনও হেসে, কখনও নেচে আবার কখনও দুষ্টু-মিষ্টি খুনসুঁটিতে ধরা দিয়েছেন অপু বিশ্বাস।
এ ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন,
সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।
ব্যাকগ্রাউন্ডে একটি রোমান্টিক গান জুড়ে দিয়েছেন ঢালিউড কুইন। গানটি হলো-
তুই চাইলে আমি তোকে ভালোবেসে, বহূদূরে কোথাও পালাবো। শুধু থাকিস আমার হয়ে বুকে, সব সামলে সুখের ঘর সাজাবো। নে আগলে তুই আমায়, আমি তোমার কাছে বাঁচি। তুই আছিস বলে তাই, আমি আজ এ হাসি।
নতুন ভিডিও রিলসটি হৃদয় ছুঁয়েছে ভক্ত ও নেটিজেনদের। প্রকাশের মাত্র একদিনের মধ্যে ভিডিওটি ছুঁয়েছে ১৫৫ হাজার লাইকের সংখ্যা।
ভিডিওতে কমেন্টের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার। আর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করার সংখ্যা ছাড়িয়েছে প্রায় দেড় হাজার।
এমকে/টিকে