বিজয় দেবরাকোন্ডার অভিনয়জীবন যেন রোলার কোস্টারের মতো ওঠানামা করছে। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘কিংডম’ প্রথম দিনেই ঝড় তুলেছে প্রেক্ষাগৃহে, ভক্তদের উচ্ছ্বাস আর টিকিট বিক্রির অঙ্কে যেন প্রমাণ মিলেছে তার তারকাখ্যাতির। কিন্তু প্রথম দিনের সেই গতি ধরে রাখা তার জন্য যেন বারবারই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
শিল্প মহলের গুঞ্জন, বিজয়ের পরবর্তী ছবির বাজেটে বড় ধরনের কাটছাঁটের চিন্তাভাবনা চলছে প্রযোজকদের মধ্যে। ঝুঁকি ও লাভের সমীকরণ সামলাতেই নাকি এই সতর্ক পদক্ষেপ। যদিও দিনশেষে প্রযোজকদের মূল ভরসা এখনো তার প্রথম দিনের দর্শক টানার ক্ষমতার ওপর।
প্রশ্ন এখন একটাই বাজেট কমলে কি ছবির পরিসর বা সৃজনশীলতায় কোনো প্রভাব পড়বে? না কি বিজয় আবারও প্রমাণ করবেন, বাজেট নয়, অভিনয় ও গল্পই ছবির আসল শক্তি। ভক্তদের প্রত্যাশা আগের মতোই আকাশছোঁয়া, আর শিল্পমহল তাকিয়ে আছে তার পরবর্তী পদক্ষেপের দিকে।
এমকে/টিকে