‘কাঙ্গুভা’ ও ‘কাল্কি ২৮৯৮ এডি’ তে অভিনয় করে আলোচনায় থাকা দিশা পাটানি ফের উঠে এলেন শিরোনামে, তবে এবার কোনও চরিত্র নয়, বরং সাহসী ফ্যাশন স্টেটমেন্ট দিয়েই বাজিমাত করলেন এই বলিউড নায়িকা।
সম্প্রতি এক অনুষ্ঠানে দিশাকে দেখা গেল লাল রঙের কাট-আউট মিনি ড্রেসে, যা তার ফিট ও টোনড মিডরিফকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। সাদা কিংবা ভারী সাজগোজ নয়, বরং একেবারে মিনিমাল লুকে হাজির হয়ে তাক লাগিয়ে দিলেন তিনি। মুখে হালকা মেকআপ, ঠোঁটে পোশাকের সঙ্গে মানানসই গাঢ় লাল লিপস্টিক, আর খোলা চুলে নরম কার্লস- এই পুরো উপস্থিতিতে ছিল এক ধরনের আত্মবিশ্বাসী মোহনীয়তা।
অলঙ্কারহীন এই সাজে যেন আরও বেশি করে উজ্জ্বল হয়ে উঠেছে তার ব্যক্তিত্ব। নিজের সৌন্দর্যকেই যেন ফ্যাশনের মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। সাহসী পোশাক, নির্ভার ভঙ্গি এবং আত্মবিশ্বাস মিশ্রিত এই লুক ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। ভক্তরা একদিকে যেমন প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, অন্যদিকে অনেকেই বলছেন- এটাই দিশার আসল ম্যাজিক।
বলিউডে বর্তমানে ফ্যাশন এবং অভিনয়ের মেলবন্ধনে যে ক’জন অভিনেত্রী আলাদা আলো ছড়াচ্ছেন, দিশা তাদের অন্যতম। ‘স্টারডম’ যে শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও গড়ে ওঠে, তার জলজ্যান্ত উদাহরণ হয়ে উঠেছেন দিশা পাটানি।
কেএন/এসএন