বিজয় দেবরাকোন্ডার বহুল আলোচিত স্পাই থ্রিলার ‘কিংডম’ মুক্তির এক মাসও না যেতেই আসছে ওটিটিতে।
গৌতম তিন্নানুরি পরিচালিত ছবিটি চলতি বছরের ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রথম সপ্তাহে প্রায় ৪৫ কোটি রুপি আয় করলেও এরপরই বক্স অফিসে গতি হারায় ছবিটি। ফলে ১৩০ কোটি রুপির বিশাল বাজেট তুলতে হিমশিম খাচ্ছে প্রযোজকরা।
ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স, প্রায় ৫০ কোটি রুপিতে চুক্তি সম্পন্ন হয়েছে। জানা গেছে, সব ভাষায় ছবিটি স্ট্রিমিং শুরু হতে পারে আগামী ২৮ আগস্ট অথবা ১ সেপ্টেম্বর থেকে।
দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয়েছে এই আশায় যে, ওটিটি সংস্করণে যুক্ত হতে পারে থিয়েটার সংস্করণে বাদ পড়া কিছু দৃশ্য, এর মধ্যে রয়েছে একটি রোমান্টিক গান এবং একটি অ্যাকশন দৃশ্য, যা বড় পর্দায় দেখা যায়নি। ফলে ‘কিংডম’-এর ডিজিটাল যাত্রাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
কেএন/এসএন