মেগা ১৫৭ ছবিতে চিরঞ্জীবি ও অনিল রাভিপুড়ির সঙ্গে যোগ দিচ্ছেন অভিনেতা ভেঙ্কটেশ। সূত্রের খবর, ছবির দ্বিতীয় অর্ধে তিনি অভিনয় করবেন একজন নিবেদিত পুলিশ কর্মকর্তা হিসেবে, যার চরিত্রের গুরুত্ব গল্পের মূল কাহিনীতে বিশেষ মাত্রা যোগ করবে। আগামী ২০২৬ সালের সাংক্রান্তি উৎসবে মুক্তির কথা থাকায় সিনেমাটির প্রতি আগ্রহ দিনদিন বাড়ছে।
নায়িকা হিসেবে থাকছেন দক্ষিণী সুপারস্টার নায়নতার। চিরঞ্জীবি ছবিটিতে অভিনয় করছেন ‘PET’ বা প্রোটোকল ইন্সপেক্টর হিসেবে, যার নাম শঙ্কর ভার প্রাসাদ। চলতি জল্পনা রয়েছে, ছবির সম্ভাব্য শিরোনাম হতে পারে ‘মান শঙ্কর ভার প্রাসাদ গাড়ু’।
আগামী ২২ আগস্ট চিরঞ্জীবির জন্মদিন উপলক্ষে সিনেমার বিশেষ পোস্টার ও শিরোনামের আনুষ্ঠানিক প্রকাশের কথা রয়েছে, যা দর্শকদের মাঝে উত্তেজনা ছড়াবে আরও।
এফপি/ টিএ