রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে সদর ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি ও দৌলতদিয়া ২নং ওয়ার্ড মজিদ শেখের পাড়ার কাজেম মন্ডলের ছেলে মাজেদ মন্ডল (৫৩), ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব ও ৬নং ওয়ার্ড হোসেন মন্ডল পাড়ার মোশারফ হোসেনের ছেলে মো. মমিনুল ইসলাম (৩৫), দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব তোরাপ আলী মোল্লার ছেলে নুরুল ইসলাম মোল্লা (৫৭), ছোট ভাকলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম (৫১) ও রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফিজুর রহমান ওরফে মোস্তফা মেম্বার (৪৮)।
জানা গেছে, মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৃথক দুটি অভিযান চালিয়ে দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব নুরুল ইসলাম মোল্লাকে দৌলতদিয়া বাস কাউন্টারের সামনে থেকে ও ছোট ভাকলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলামকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। এছাড়া এর আগে সোমবার (১১ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে দৌলতদিয়া পতিতাপল্লীর ১নং গলির মাথা থেকে মাজেদ মন্ডলকে এবং রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে মমিনুল ইসলামকে গ্রেপ্তার করে।
অন্যদিকে, মঙ্গলবার ভোরে শহীদওহাবপুর ইউনিয়নের দর্পনারায়নপুর গ্রামের নিজ বাড়ি থেকে শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার মাজেদ মন্ডল, মমিনুল ইসলাম, নুরুল ইসলাম মোল্লা ও মো. সাইদুল ইসলাম ওই মামলার পলাতক আসামি ছিলেন।
রাজবাড়ী সদর থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী শহরের বড়পুল গোলচত্বরে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় আহত রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় গত বছরের ৩০ আগস্ট একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজনকে আজ আদালতে পাঠানো হয়েছে। বাকি একজনকে আগামীকাল আদালতে পাঠানো হবে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গ্রেপ্তার আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে।
কেএন/এসএন