স্কোয়াড থেকে বাদ, ক্লাব ছাড়ছেন পিএসজির চ্যাম্পিয়ন গোলরক্ষক

নিজেদের ইতিহাসে প্রথমবার পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর অন্যতম নায়ক গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। তা সত্ত্বেও কয়েকদিন ধরেই তার ক্লাব ছাড়ার গুঞ্জন চলছিল। এরই মাঝে নতুন গোলরক্ষক নিয়েছেন কোচ লুইস এনরিকে। তার সঙ্গে দোন্নারুমার দূরত্বের কথা আরও স্পষ্ট হয়ে ওঠে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘোষণায়। এরপর হতাশ ও হৃদয়ভাঙা সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন এই ইতালিয়ান গোলরক্ষক।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় দোন্নারুমা জানিয়েছেন, ‘এখানে পা রাখার প্রথমদিন থেকেই আমি মাঠে ও বাইরে নিজের সবটুকু দিয়েছি– নিজের লক্ষ্য এবং প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) আগলে রাখার জন্য।

দুর্ভাগ্যজনকভাবে কেউ একজন সিদ্ধান্ত নিয়েছেন আমাকে আর এই দলের সঙ্গে কিংবা সফলতায় অংশীদার বানাতে চান না। যার কারণে আমি খুবই হতাশ এবং হৃদয় ভেঙে গেছে।’

২৬ বছর বয়সী এই ইতালিয়ান গোলরক্ষক কার কথা বলছেন, তা বুঝতে আর বাকি নেই। আজ (বুধবার) রাতে উয়েফা সুপার কাপের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি ইউরোপা লিগের চ্যাম্পিয়ন টটেনহ্যামের মুখোমুখি হবে। যে ম্যাচের স্কোয়াড থেকে দোন্নারুমাকে ছাটাইয়ের পর পিএসজি কোচ লুইস এনরিকে বলেছিলেন, ‘দোন্নারুমা বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক, তা নিয়ে কোনো দ্বিধা নেই এবং একইসঙ্গে একজন ভালো ব্যক্তিও। কিন্তু এটি উচ্চপর্যায়ের ফুটবলারদের জীবন। কঠিন এই সিদ্ধান্তের জন্য আমি শতভাগ দায়ী। আমার দলের জন্য যেমন গোলরক্ষক প্রয়োজন, তা পূরণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।’

এরই মাঝে গত শনিবার আরেক ফরাসি ক্লাব লিলে থেকে গোলরক্ষক লুকাস শ্যাভালিয়েরকে দলে নিয়েছে পিএসজি। বোনাস ও অন্যান্য মিলিয়ে তার মোট মূল্য ৬৪ মিলিয়ন ডলার ধরা হয়েছে। এমনকি এনরিকে তাকে প্রধান গোলরক্ষক হিসেবেই কিনে নিয়েছেন বলে সূত্রমতে নিশ্চিত করেছে ইএসপিএন। একইসঙ্গে দোন্নারুমাসহ দুজন শীর্ষ গোলরক্ষককে দলে রাখতে আগ্রহী ছিল না পিএসজি। তথ্যমতে– এরপর থেকেই চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের মতো ক্লাব দোন্নারুমার এজেন্ট এনজো রাইওলার সঙ্গে যোগাযোগ শুরু করে।

পিএসজি ছাড়ার ঘোষণায় দোন্নারুমা লিখেছেন, ‘আশা করি আমি পার্ক দ্য প্রিন্সেসে (পিএসজির হোম গ্রাউন্ড) আরেকবার দর্শকদের শেষ বিদায় বলার জন্য মাঠে নামার সুযোগ পাব। যদি তা সম্ভব না হয়, আপনাদের সমর্থন আমার কাছে কতটা দামী এবং সেটি আমি কখনও যে ভুলব না তা জানিয়ে রাখি। আপনাদের সকল আবেগ, যা আমাকে অনেক জাদুকরী রাত দিয়েছে এবং এই জায়গাটা ঘর মনে হয়েছে আমার। আমার সতীর্থ– দ্বিতীয় পরিবার, যাদের সঙ্গে একসঙ্গে লড়াই, হাসি ও অনেক মুহূর্ত ভাগাভাগি করেছি তারা সবসময় ভাই হিসেবেই থাকবে।’

এফপি/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
টরেন্ট মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘নয়া মানুষ’ Aug 13, 2025
img
শাকিব-শেহজাদের খুনসুটি, বুবলীর পোস্টে ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়া Aug 13, 2025
img
পান্তের প্রতি মুগ্ধ হেইডেন কন্যা Aug 13, 2025
img
প্রথমবারের মতো হোয়াইট হাউসে ইউএফসি লড়াই আয়োজন Aug 13, 2025
দশ বছর পর নতুন রূপে ‘বাহুবলি’, সঙ্গে রজনীকান্ত-হৃতিক Aug 13, 2025
স্মার্ট কৃষিতে ঝড়—বরিশালের রেজাউল স্বাবলম্বী, তৈরি করছেন কর্মসংস্থান| Aug 13, 2025
img
রোহিঙ্গাদের জন্য বিশেষ সিরিজের সিম দিচ্ছে সরকার Aug 13, 2025
img
সচিবালয়ের পথে শিক্ষকদের মিছিল ঠেকাতে পুলিশের বড় প্রস্তুতি Aug 13, 2025
img
রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজের নাম বদলে হলো ‘ইটনা সরকারি কলেজ’ Aug 13, 2025
img
মায়ামিতে লা লিগার ম্যাচ আয়োজন চায় বার্সেলোনা,রিয়ালের আপত্তি Aug 13, 2025
img
‘অবাধ্য’ ভারতের সঙ্গে বাণিজ্য সমঝোতার আভাস দিল যুক্তরাষ্ট্র Aug 13, 2025
img
প্লট বরাদ্দ পেতে হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন টিউলিপ, আদালতকে বাদী Aug 13, 2025
img
ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: ডা. জাহিদ Aug 13, 2025
img
বেদম মার খেয়ে ক্যারিয়ারের সবচেয়ে খারাপ দিন রশিদ খানের Aug 13, 2025
img
ট্রাম্পের শুল্ক হুমকিতে বিপাকে ভারতীয় রপ্তানিকারকরা, লাখো কর্মসংস্থান ঝুঁকিতে Aug 13, 2025
img
প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ভিড়, বন্ধ রয়েছে যান চলাচল Aug 13, 2025
img
জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা Aug 13, 2025
img
ঝালকাঠিতে একই স্থানে বিএনপি-যুবদলের সমাবেশ, ১৪৪ ধারা জারি Aug 13, 2025
img
জামিনে বের হয়ে ফের গ্রেপ্তার শার্শার ইউপি চেয়ারম্যান তোতা Aug 13, 2025
img
সিপিএলে অ্যান্টিগা দলে যোগ দিয়ে মাঠে নামছে সাকিব Aug 13, 2025