ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ জানান, কানাইপুর বাজারসংলগ্ন ব্রিজের ওপর ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাসের সঙ্গে চুয়াডাঙ্গা গামী দর্শনা ডিলাক্স পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
তিনি আরও জানান, গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে প্রাথমিকভাবে দুইজনের পরিচয় মিলেছে: রঞ্জিত কুমার ও আতিয়ার শেখ। অপরজন নারী, তবে তার বাড়ির ঠিকানা এখনও জানা যায়নি।
ফরিদপুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
এফটি/এসএন