সিন্ডিকেটের বাধায় ৪০ মিনিট আটকা অ্যাম্বুলেন্স, প্রাণ গেল নবজাতকের

শরীয়তপুরের স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে ঢাকা বা অন্য কোনো জেলার অ্যাম্বুলেন্স শরীয়তপুর থেকে রোগীদের সেবা দিতে পারেন না। এই সিন্ডিকেটের বাধায় ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে প্রায় ৪০ মিনিট আটকে থেকে এক নবজাতকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে শরীয়তপুর পৌর এলাকার নিউ মেট্রো ক্লিনিকের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও নিহত শিশুর পরিবার জানায়, ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সরদারের স্ত্রী রুমা বেগম প্রসব বেদনায় দুপুরে নিউ মেট্রো ক্লিনিকে ভর্তি হন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন তিনি। জন্মের পর থেকেই নবজাতক শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগতে থাকে। চিকিৎসক জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। শিশুটির পরিবার তাৎক্ষণিকভাবে একটি ঢাকাগামী অ্যাম্বুলেন্স পাঁচ হাজার টাকায় ভাড়া করে যাত্রা শুরু করে। কিন্তু ক্লিনিকের সামনেই স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান গাড়ির গতিরোধ করে। মূলত তারা নিজেদের সিন্ডিকেটভুক্ত অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো গাড়িকে ঢাকায় যেতে দিতে রাজি ছিলেন না। এসময় ঢাকাগামী অ্যাম্বুলেন্স চালক মো. মোশারফ মিয়ার কাছ থেকে জোরপূর্বক চাবি কেড়ে নেওয়া হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। রোগীর স্বজনদেরও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে পড়ায় প্রায় ৪০ মিনিট অ্যাম্বুলেন্সে আটকে থাকার পর নবজাতক মারা যায়। ঘটনার পর অভিযুক্ত দুই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শরীয়তপুরে একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যারা বাইরের গাড়িকে রোগী বহনে বাধা দেয় এবং জোরপূর্বক যাত্রী নিজেদের গাড়িতে তুলতে বাধ্য করে। এ ধরনের বর্বরতা বন্ধ না হলে আরও প্রাণহানির আশঙ্কা করছেন তারা।

অ্যাম্বুলেন্সটির চালক মো. মোশারফ মিয়া বলেন, আমি ঢাকা থেকে আশা ট্রিপ নামিয়ে দিয়ে মেডিকেলের সামনে এসে গাড়িটা সাইড করি। এর মধ্যে রফিক ভাই ফোন দিয়ে ট্রিপ দেয়। আমি তখন রোগীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা শুরু করলে স্থানীয় কিছু অ্যাম্বুলেন্স চালক এসে আমার গাড়ির গতিরোধ করে এবং বলেন তুমি এই ট্রিপ নিতে পারবে না। আমি তাদেরকে বললাম ভাই আপনাদের ঝামেলা থাকলে রোগীকে নামিয়ে নিন কিন্তু রোগীর অবস্থা সিরিয়াস দ্রুত ঢাকা নিতে হবে। রোগীর স্বজনরা বলল না আমরা এই গাড়িতে যাব। তখন আমি গাড়ি স্টার্ট করলে তারা আমার গাড়ি বন্ধ করে চাবি নিয়ে যায় এবং আমার গায়ে হাত দেয়। এরপর ৪০ মিনিট আটকা থাকার পর নবজাতকটি গাড়িতে মারা যায়।

নিহত শিশুর নানী সেফালী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার নাতিকে ঢাকায় নিতে পারলেও বাঁচত। ওরা আমার নাতিকে বাঁচতে দেয়নি।

স্বজন রানু আক্তার বলেন, অনেক অনুরোধ করেছিলাম গাড়ি ছেড়ে দিতে, কিন্তু তারা শোনেনি। সিন্ডিকেটের জন্যই আমাদের বাচ্চাটি মারা গেছে।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

রাকসু ইশতেহার অনুযায়ী কাজের অঙ্গীকার জানালেন ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী Oct 12, 2025
আঞ্চলিক গানে চাকসু ভোটের প্রচারণা Oct 12, 2025
এনসিপির সঙ্গে সহযোগিতার নতুন অধ্যায় বিএনপির! Oct 12, 2025
সিনিয়র ভাইয়ের আইডিয়ায় চার ভাষায় প্রচারণা চালাচ্ছেন লায়লা! Oct 12, 2025
চাকসুর নিরাপত্তা ও সার্বিক বিষয়ের আদ্যোপান্ত জানালেন প্রধান নির্বাচন কমিশনার Oct 12, 2025
নির্বাচনের আগে প্রশাসন ও উপদেষ্টাদের অস্থিরতা মন্তব্য গোলাম পরওয়ারের Oct 12, 2025
ভিপিকে নিয়ে অভিযোগ শিবির সমর্থিত ইব্রাহিমের Oct 12, 2025
সাউন্ড গ্রেনেডেই সরকারের ফাসিস্ট চরিত্র: জাপা মহাসচিব Oct 12, 2025
সৌহার্দ্যপূর্ণ,আধুনিক, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার অঙ্গীকার: ভিপি প্রার্থী আবির Oct 12, 2025
গুলশানে হিট অফিসার বুশরার সিসা বারে পুলিশ অভিযান Oct 12, 2025
১৫ সেনা কর্মকর্তা হেফাজতে জানালো সেনাবাহিনী Oct 12, 2025
ছাত্রশিবিরের নারী প্রার্থী চাকসু নির্বাচনে বুলিংয়ের মুখে! Oct 12, 2025
img
উপদেষ্টাদের ‘সেফ এক্সিটের’ পথ দেখালেন আখতার হোসেন Oct 12, 2025
img
ব্যাটাররা যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না: মিরাজ Oct 12, 2025
img
জকসু নির্বাচনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক সোমবার Oct 12, 2025
img
যিশুর সঙ্গে বিচ্ছেদের পর নীরবতা ভাঙলেন নীলাঞ্জনা Oct 12, 2025
img
এনসিপির অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট, নেসকোকে হুঁশিয়ারি দিলেন সারজিস Oct 12, 2025
img
শাপলা চত্বরের শহীদ পরিবারের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে: সজীব ভূঁইয়া Oct 12, 2025
img
রোনালদোর পেনাল্টি মিস, পর্তুগালকে জেতালেন নেভেস Oct 12, 2025
img
খুলনা মেডিকেল হাসপাতালে ছবি তোলা ও সাক্ষাৎকার গ্রহণে নিষেধাজ্ঞা জারি Oct 12, 2025