টলিউডের জনপ্রিয় পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জনপ্রিয় থ্রিলার ‘রক্তবীজ’র সাফল্য আলোড়ন তুলেছিল। সেই ছবির প্রতিশ্রুতির প্রতিধ্বনিতে এখন আগুন ছড়াচ্ছে তাদের ‘রক্তবীজ-২’-এর অ্যানাউন্সমেন্ট টিজার।
১ মিনিট ৪৮ সেকেন্ডের টিজারে উঠে এসেছে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের নানা দিক। ধারণা করা হচ্ছে, ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকে ঘিরে তৈরি হয়েছে ‘রক্তবীজ ২’ সিনেমাটি।
দুর্গাপূজায় মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে ছবিটি। গতকাল প্রকাশ্যে এসেছে ছবির টিজার। সেখানেই কয়েক ঝলক নজর কেড়েছে বিভিন্ন চরিত্র। টিজারের শুরুতেই দেখা যাচ্ছে দুই বড় অভিনেতা-অভিনেত্রী সীমা বিশ্বাস ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে।
ভারত-বাংলাদেশের মধ্যে চলা দ্বন্দ্ব নিয়ে কথা বলতে দেখা যায় তাদের চরিত্রকে। যা এই সময় দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক।
২০২৪ সালে ছাত্র আন্দোলনের পর যে পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে এবং তারপর শেখ হাসিনার দেশত্যাগের পর যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং ভারত-বাংলাদেশের সম্পর্ক এরপর ক্রমে যেভাবে তিক্ত হয়েছে- তা এই ছবিতে ফুটে উঠবে বলেই মনে হচ্ছে টিজারের ঝলকে।
একইসঙ্গে শেখ হাসিনার বেশে নজর কেড়েছেন অভিনেত্রী সীমা বিশ্বাস।
টিজারে শোনা যায়, গম্ভীর এক স্বর-তোরা মুনিরকে মারতে পারবি না, তোরা এক মুনিরকে মারছিস, আরও হাজার মুনির আসবে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, এই ছবিতে মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলা দ্বন্দ্বের কথা তুলে ধরা হয়েছে। সীমা বিশ্বাসকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, ভিক্টর ব্যানার্জিকে দেখা যাবে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে।
২০২৩ সালে সত্য ঘটনার ছায়ায় নির্মিত হয় ‘রক্তবীজ’। মুখ্য চরিত্রে ভিক্টরের সঙ্গে দেখা যায় আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে।
এবারের কিস্তিতেও তাঁরা আছেন। নতুন সংযোজন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়। ট্রেলারে অঙ্কুশকে দেখা যায় শীতল খলনায়কের বেশে। যাঁর একটাই মূল মন্ত্র, ‘মানুষের থেকে মকসদ বড়’! ধারণা করা হচ্ছে, বাংলাদেশি কোনো চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। ছবির একটি আইটেম গানে নেচেছেন নুসরাত জাহান।
উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘রক্তবীজ-২’ হবে একটি অ্যাকশন-থ্রিলার
এসএন