প্রাক-মৌসুমের ব্যস্ততা শেষ। শীর্ষ পাঁচ লিগের মধ্যে আজ মাঠে গড়াবে লা লিগা, লিগ ওয়ান ও ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা। লা লিগায় রাত ১১টায় জিরোনার মুখোমুখি রায়ো ভায়েকানো, লিগ ওয়ানে ১২টা ৪৫ মিনিটে লড়বে রেনে ও মার্শেই। রাত একটায় ইংলিশ প্রিমিয়ার লিগ।
ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল মুখোমুখি হবে বোর্নমাউথের। অ্যানফিল্ডে ম্যাচ শুরু আজ রাত ১টায়। অল রেডরা প্রিমিয়ার লিগের ওপেনিং ম্যাচে গত ১২ মৌসুম ধরে হারে না। এর মধ্যে ৯টিতেই জয় তুলে নিয়েছে অল রেডসরা। তবে মৌসুম শুরুর আগেই ক্রিস্টাল প্যালেসের কাছে কমিউনিটি শিল্ডের ফাইনাল হেরে দলটি হোঁচট খেয়েছে।
সবাই ফিট থাকায় প্রথম ম্যাচে পছন্দের একাদশই সাজাতে পারছেন আর্না স্লট। নিউ সাইনিং উইর্টজ আর একিতিকের লিগ অভিষেক হচ্ছে প্রথম ম্যাচেই। জয় দিয়ে মৌসুম শুরু করতে বেশ আত্মবিশ্বাসী অল রেডসরা। যদিও টিম ম্যানেজমেন্ট সাবধানী ২০২৩ এর স্মৃতি নিয়ে। গেল ১২ ম্যাচে লিভাপুল বোর্নমাউথের বিপক্ষে জিতলেও সেবার হেরে এসেছিল ১-০ ব্যবধানে।
মৌসুম শুরু করার আগে লিভারপুল কোচ আর্না স্লট বলেছেন, ‘আমি মনে করি এই মৌসুম গেলবারের তুলনায় আরও কঠিন হবে। সবাই নতুন নতুন ফুটবলার দলে ভিড়িয়েছে। এখানে পয়েন্ট হারানো মানেই পিছিয়ে পড়া। আমাদের চেষ্টা থাকবে শুরু থেকেই জয় তুলে নেয়া। বোর্নমাউথ ভালো দল, ওরাও চাইবে আমাদের রুখে দিতে।’
অ্যানফিল্ডের স্মৃতি ভয়াবহভাবে তাড়িয়ে বেড়ায় বোর্নমাউথকে। লিভারপুলের মাঠে খেলতে গিয়ে গেল ৬ ম্যাচে তারা হজম করেছে ২৩ গোল। বিপরীতে করেছে মাত্র দুটি। এবার আর তার পুনরাবৃত্তি চায়না দ্য চেরিসরা। গেল মৌসুম মোটামুটি ভালো কাটলেও তাদের অবস্থান ছিল নয়ে। এবার তারা শুরু করছে আরও ভালো কিছুর প্রত্যাশায়।
এমকে/টিএ