দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল আলোচিত ছবি ‘কুলি’ মুক্তির পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। লোকেশ কানাগারাজ পরিচালিত এই ছবিতে জনপ্রিয় অভিনেতা নাগার্জুনার ‘সাইমন’ চরিত্রটি বিশেষ নজর কেড়েছে তার আভিজাত্যপূর্ণ লুক ও অভিনয়ের জন্য। তবে ভক্তদের একটি বড় অংশ মনে করছেন, তার চরিত্রটি যথাযথভাবে ব্যবহার করা হয়নি।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করেছেন, সাইমন চরিত্রটি প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেনি এবং ছবির খলনায়ক রূপায়ণে দুর্বলতা ছিল স্পষ্ট। বিশেষ করে শেষ দৃশ্যে সাইমনের পরিণতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভক্তরা। তাদের দাবি, এই অংশটি অভিনেতা নাগার্জুনার সম্ভাবনা অনুযায়ী সাজানো হয়নি।
তবে অন্য একটি অংশের দর্শক ভিন্ন মত দিয়েছেন। তাদের মতে, সীমিত পর্দা উপস্থিতি সত্ত্বেও নাগার্জুনা রজনীকান্তের সঙ্গে সমানতালে অভিনয় করেছেন, আর তার জনপ্রিয়তার ছাপ ছিল স্পষ্ট। ফলে, চরিত্রটি নিয়ে বিতর্ক থাকলেও ছবিতে তার উপস্থিতি যে আলাদা মাত্রা এনেছে, তা অস্বীকার করার উপায় নেই।
এমকে/টিকে