নতুন সিনেমা ‘রঘু ডাকাত’ নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। সিনেমার কাস্ট প্রকাশের পরই সামাজিক মাধ্যমে তা ভাইরাল হয়েছে। সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে দীধিকা পল ও সোহিনী সরকারকে। তাদের সঙ্গে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য, রূপা গঙ্গোপাধ্যায়, ওম এবং মেগাস্টার দেব।
নির্মাতারা জানান, সিনেমার কাহিনীর কেন্দ্রে থাকবে রঘু ডাকাতের জীবন ও তার আশেপাশের মানুষদের গল্প। দীধিকা ও সোহিনী নতুন ধরনের চরিত্রে দর্শকের সামনে আসছেন। অনির্বাণ ও রূপা সিনেমার নাটকীয়তা এবং আবেগকে সমৃদ্ধ করেছেন।
মেগাস্টার দেবের উপস্থিতি সিনেমাটিকে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে।
সিনেমার প্রিমিয়ার ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। নির্মাতারা আশা প্রকাশ করেছেন, দর্শকরা সিনেমার গল্প এবং চরিত্রের অভিনয় দুই দিকই পছন্দ করবেন। প্রিমিয়ারের তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
এমকে/টিকে