টলিউড সুপারস্টার জিৎ এবার পর্দায় ফুটিয়ে তুলবেন এক বিপ্লবীর গল্প। পথিকৃৎ বসুর পরিচালনায় নির্মিত হতে চলা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমায় জিৎ অভিনয় করবেন চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক অনন্ত সিংয়ের চরিত্রে।
সিনেমার ঘোষণার পর থেকে দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। স্বাধীনতা দিবসে জিৎ নিজের সোশ্যাল মাধ্যমে লুক ফাঁস করে সিনেমার হাইপ আরও বাড়িয়েছেন।
দুর্গাপুজোর পর সিনেমার শুটিং শুরু হবে। অক্টোবর থেকে কলকাতা, ঝাড়খণ্ড ও মাসাঞ্জর ড্যামের মতো বিভিন্ন স্থানে শুটিং অনুষ্ঠিত হবে। ছবিতে জিৎকে অনন্ত সিংয়ের চরিত্রে দেখানোর জন্য তিনি নিজেই কঠোর হোমওয়ার্ক শুরু করেছেন।
পরিচালক পথিকৃৎ বসু জানিয়েছেন, জিৎ মুম্বইয়ে নিয়মিত ফাইটমাস্টারের কাছে লাঠিখেলা শিখেছেন। পরিচালক আরও বলেন, “কোনও চরিত্রের জন্য এত নিষ্ঠা নিয়ে প্রশিক্ষণ নেওয়া আগে কখনও দেখিনি। আমরা সবাই ভীষণ উত্তেজিত এই সিনেমা নিয়ে।”
সিনেমার প্রস্থেটিক লুক তৈরি করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী সোমনাথ কুন্ডু। ইতিমধ্যেই লুকের ঝলক সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। জিৎ ক্যাপশনে লিখেছেন, “যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন বিপ্লবী অনন্ত সিং, এ দেশের বুকে আজও কি বেঁচে আছে সেই স্বপ্ন?”। এই ভিডিওতে সিনেমার মিউজিকের দায়িত্বে থাকা শান্তনু মৈত্রকেও দেখা গেছে।
সিনেমার গল্প ১৯৬০-এর দশকের কলকাতার প্রেক্ষাপটে নির্মিত। অনন্ত সিংহ ছিলেন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্রধারী আন্দোলনে অংশগ্রহণকারী এক নায়ক। এই বীরত্বের কাহিনী তুলে ধরা হবে সিনেমায়। নন্দী মুভিজের প্রযোজনায় এবং প্রদীপ কুমার নন্দীর পরিবেশনায় তৈরি হতে চলা এই সিনেমা জিৎকে বাণিজ্যিক ছবির বাইরে নতুন ভূমিকায় দেখাবে।
জিৎ আগে কোনও বায়োপিকে অভিনয় করেননি। পরিচালক জানান, অনন্ত সিংহের মতো ভুলে যাওয়া নায়ককে সামনে আনা উদ্দেশ্যেই এই বায়োপিক নির্মাণ করা হয়েছে। দর্শক ও অনুরাগীরা অপেক্ষা করছেন, কীভাবে জিৎ বিপ্লবীর ভূমিকায় চমক দেখাবেন।
এমকে/টিকে