গত ১৮ জুলাই বলিউডে মুক্তি পায় আহান পান্ডে ও অনিত পাড্ডা অভিনীত রোম্যান্টিক সিনেমা ‘সাইয়ারা’। মুক্তির পর থেকেই ছবিটি তরুণ দর্শকের মাঝে তুমুল সাড়া ফেলে এবং বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙে। এরই মধ্যে আলোচনা এই ছবির দ্বিতীয় পর্ব নির্মাণ ও মুক্তি নিয়ে।
সম্প্রতি পরিচালক মোহিত এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন। জানান, সিক্যুয়েল বানানোর সিদ্ধান্ত পুরোপুরি প্রযোজকের হাতে।
মোহিত সুরি বলেছেন, ‘এটা পুরোপুরি প্রযোজকদের সিদ্ধান্ত। আমাকে অনেকে সিক্যুয়েলের জন্য চেনেন ঠিকই, কিন্তু আমার বিশ্বাস, কোনো ক্লাসিক ছবির দ্বিতীয় সংস্করণ তৈরি হলে তার বিশেষত্ব হারিয়ে যায়।’
তবে পরিচালক এ নিয়ে একেবারেও নারাজ নন। বলেন, ‘যদি প্রযোজক আদিত্য চোপড়া চান, তাহলে আমি ‘সাইয়ারা টু’-এর জন্য রাজি আছি।’
উল্লেখ্য, মোহিত এর আগেও মার্ডার টু, আশিকি টু, এক ভিলেন রিটার্নস, রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউস-এর মতো একাধিক হিট সিক্যুয়েল পরিচালনা করেছেন। মার্ডার টু ও আশিকি টু সুপারহিট হওয়ার পর থেকেই তিনি বলিউডে ‘সিক্যুয়েল স্পেশালিস্ট’ হিসেবে আলাদা পরিচিতি পেয়েছেন।
এমকে/টিকে