গুরু প্রেমানন্দকে কিডনি দিতে চান শিল্পা শেট্টির স্বামী রাজ

তাঁর বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ। দুর্নীতির মামলায় জর্জরিত তিনি। এহেন আবহেই গুরু প্রেমানন্দজির শরণাপন্ন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা! দান করতে চাইলেন নিজের কিডনিও! ভাবমূর্তি উজ্জ্বল করতেই কি তবে মহারাজের দ্বারস্থ শিল্পা-রাজ? জোর চর্চা নেটদুনিয়ায়।

কিডনির অসুখে গুরুতর অসুস্থ গুরু প্রেমানন্দ মহারাজকে একটি কিডনি দিতে চান বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রা। সদ্যই গুরু প্রেমানন্দজির সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। যে ভিডিওতে দেখা যাচ্ছে, অসুস্থ গুরুজিকে সুস্থ করার জন্য নিজের একটি কিডনি দিতে চাইছেন রাজ। তবে ভক্তের সেই ‘অন্যায় আবদারে’ কান না দিয়ে গুরু প্রেমানন্দ বলছেন, এইভাবে যতদিন বাঁচা যায় ঈশ্বরের ইচ্ছায় ততদিনই বাঁচতে চান তিনি।

গোটা ভিডিওটা প্রকাশ্যে আসার পরই সোশাল মিডিয়ায় নেটিজেনদের চর্চা শুরু হয়েছে, নিজেকে ভালো মানুষ প্রমাণের জন্যই হয়তো রাজ কুন্দ্রা গুরুজির সামনে ওইরকম আবেগ বিহ্বল হয়ে কথা বলেছেন। এবং একদম পরিকল্পনা মাফিক ওই ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। যাতে সকলের মনে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা সম্পর্কে সহানুভূতি তৈরি হয়। আসলে সম্প্রতি টিনসেল টাউনের এই কাপলের নাম বিতর্কের কারণে শিরোনামে এসেছে একাধিকবার। রাজ ও শিল্পা ৬০ কোটি টাকার প্রতারণা করেছেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনে এফআইআর করেছেন মুম্বইয়ের এক ব্যবসায়ী। তাঁর দাবি, শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে তিনি ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। যদিও সেই টাকা আত্মসাৎ করেছেন শিল্পা এবং তাঁর স্বামী রাজ। যা নিয়ে যথেষ্ঠ বিড়ম্বনায় রয়েছেন দু’জনেই। অবশ্য শিল্পা-রাজকে নিয়ে বিতর্ক এই প্রথমবার নয়। এর আগেও নীলছবির ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ ওঠে রাজের বিরুদ্ধে।

সম্প্রতি অভিনেত্রী শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা সম্প্রতি বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের সান্নিধ্যে সময় কাটান। এ সময় তাঁরা মহারাজের আধ্যাত্মিক উপদেশ মনোযোগ দিয়ে শোনেন। ভিডিওতে দেখা গিয়েছে এমনই দৃশ্য। আলাপচারিতার মধ্যে মহারাজ জানান, তাঁর দুই কিডনিই বিকল হয়ে গিয়েছে এবং গত দশ বছর ধরে তিনি এই অবস্থায় বেঁচে আছেন। এই কথা শুনে আবেগপ্লুত হয়ে রাজ মহারাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি গত দুই বছর ধরে মহারাজকে অনুসরণ করছেন এবং তাঁর ভিডিও সবসময়ই নিজের সকল সন্দেহ ও ভয় দূর করতে সাহায্য করে। এরপরই রাজ গুরুজিকে নিজের একটি কিডনি দিয়ে সুস্থ করে তোলার প্রস্তাব দেন। যদিও রাজের সে প্রস্তাবে রাজি হননি গুরু প্রেমানন্দ মহারাজ।

আধ্যাত্মিক জগতে প্রেমানন্দ মহারাজ অতি পরিচিত নাম। দেশের সর্বত্রই তার ভক্ত রয়েছে। বিরুষ্কাও গুরু প্রেমানন্দের বড় ভক্ত। এবং তাঁরা সময়-সুযোগ পেলেই বৃন্দাবনে গুরুজির আশ্রমে সময় কাটিয়ে আসেন। এহেন একজন আধ্যাত্মিক মানুষের সুনামকে ব্যবহার করে আদপে নিজেদের ইমেজ ঠিক করতে চাইছেন রাজ ও শিল্পা? উঠছে প্রশ্ন।

এফপি/ টিএ

Share this news on:

সর্বশেষ

img
হজের নিবন্ধন ফি জমা দেওয়া যাবে ৩৩ ব্যাংকে Aug 16, 2025
ট্রাম্পের নোবেল মনোনয়ন শর্ত তুলে ধরলেন হিলারি Aug 16, 2025
img
ট্রাম্পের হাত থেকে পুরস্কার নেবেন না হলিউড তারকা টম ক্রুজ! Aug 16, 2025
img
রাশিয়ায় বারুদ কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ১১ জনের, আহত শতাধিক Aug 16, 2025
'বরিশাল স্টেডিয়ামে বিপিএল আয়োজন করার করার চেষ্টা করবো' Aug 16, 2025
শহীদ আফ্রিদিসহ নয়জন ক্রীড়াব্যক্তিকে দেওয়া হচ্ছে বেসামরিক সম্মাননা Aug 16, 2025
ট্রাম্পের দেওয়া আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন টম ক্রুজ Aug 16, 2025
ডিসির সামনেই সার্জেন্টের 'টাকা তোলার' অভিযোগ ব্যক্তির! Aug 16, 2025
img
মৌসুমের উদ্বোধনী ম্যাচে আবারও সালাহ'র রেকর্ড Aug 16, 2025
img
অগ্নিমূর্তি রূপে আলিয়া! কি ঘটেছিল তার সাথে? Aug 16, 2025
img
আমি তো আসলে ওইটা বুঝাইনি, যেমন অনেকে বলছে মিয়া খলিফা: মাহি Aug 16, 2025
img
মেলবোর্নে সেরা অভিনেতা অভিষেক, সামাজিক মাধ্যমে আবেগী বার্তা অমিতাভের Aug 16, 2025
img
নেতানিয়াহু নিজেই একটি সমস্যা হয়ে উঠেছেন : ডেনমার্কের প্রধানমন্ত্রী Aug 16, 2025
img
বাংলাদেশের বেশিরভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত: মাহি Aug 16, 2025
img
মৌসুমের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চায় বার্সা কোচ Aug 16, 2025
বলিউডের নায়কদের ‘বদমাশ’ আখ্যা দিলেন কঙ্গনা Aug 16, 2025
টেস্ট ছাড়তে চাননি কোহলি-রোহিত, চাপ দিয়ে বিদায় বলল বোর্ড! Aug 16, 2025
জনগণ চাইলে নির্বাচন ঠেকানো যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Aug 16, 2025
পুলিশের কাছে স্থানীয়দের যত অভিযোগ! খিলক্ষেতে 'ওপেন হাউজ ডে' Aug 16, 2025
img
আমরা ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব : নাহিদ ইসলাম Aug 16, 2025