সবঠিক থাকলে আগামী ৯ আগস্ট পর্দা উঠবে এশিয়া কাপের ১৭তম আসর। আর এই আসরে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে জায়গা পাননি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
রোববার (১৭ আগস্ট) এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। এই আসরে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আগা।
এশিয়া কাপের স্কোয়াডে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান জায়গা না পেলেও জায়গা ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দিয়ে টি-টোয়েন্টি দলে ফেরা শাহিন শাহ আফ্রিদি।
বিসিবির নির্বাচন করা নিয়ে বোমা ফাটালেন ফারুক আহমেদ
ঘোষিত ১৭ সদস্যের এই দলই আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে। সেই সিরিজে পাকিস্তান ছাড়া বাকি দুটি দল হলো স্বাগতিক আরব আমিরাত ও আফগানিস্তান।
শারজায় ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর হবে এই সিরিজ। এর দুই দিন পর ৯ তারিখ থেকে শুরু হবে এশিয়া কাপ। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
কেএন/টিকে