প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, অতীতে অনেক উন্নয়ন প্রকল্প বাতিল হলেও ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পটি এখনো চালু রয়েছে। এই প্রকল্পের কাজ চলমান আছে। আগামীতে আরও কাজের গতি আসবে।
গতকাল শনিবার (১৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে কাজ শুরু হওয়া উড়াল সড়ক প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘প্রকল্পটির টেন্ডার প্রক্রিয়ায় কিছু ত্রুটি রয়েছে। তা সংশোধন করে পুনরায় টেন্ডার আহ্বান করা হবে এবং দ্রুত কাজ শুরু সম্ভব হবে। এই কাজ থামবে না।’
তিনি আরও বলেন, ‘হাওর এলাকার উন্নয়নে উড়াল সড়ক প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে।’
এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার তোফায়েল আহমেদ প্রমুখ।
কেএন/টিকে