দুই বছর আগে একপ্রকার অবহেলিত হয়েই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছিলেন দাভিদ দে হেয়া। ওল্ড ট্রাফোর্ডের সঙ্গে ছিন্ন হয়েছিল তার ১২ বছরের সম্পর্ক। সে স্প্যানিশ গোলরক্ষককে ফের দলে টানতে চাইছে রেড ডেভিলরা।
ইউনাইটেডে আন্দ্রে ওনানার ভবিষ্যত নিয়ে যখন নানা গুঞ্জন, তখনই ফের আলোচনায় আসলেন ক্লাবটির সাবেক গোলরক্ষক দে হেয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য সান’ বলছে, দে হেয়ার সঙ্গে পুনর্মিলনের কথা ভাবছে ইউনাইটেড। বিশেষ করে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ইউনাইটেডের বিপক্ষে ফিওরেন্তিনার হয়ে তিনি যে পারফরম্যান্স দেখিয়েছেন তাতে মুগ্ধ ক্লাবটি। ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোল সমতায় শেষ হয়েছিল। এরপর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় রেড ডেভিলরা।
‘দ্য সান’ বলছে, ফিওরেন্তিনার সঙ্গে দে হেয়ার চুক্তির শর্ত অনুযায়ী ছোট অঙ্কের অর্থ খরচেই ইতালিয়ান ক্লাবটি ছাড়তে পারবেন তিনি। তাকে দলে ভেড়াতে খুব একটা বেগ পেতে হবে না রেড ডেভিলদের।
২০২৩ সালের জুলাইয়ে ওল্ড ট্রাফোর্ড ছাড়ার আগে ক্লাবটিতে ১২ বছর ছিলেন দে হেয়া। ২০১১ সালে নাম লেখানোর পর থেকে রেড ডেভিলদের হয়ে খেলেছেন ৫৪৫টি ম্যাচ। ক্লাবের হয়ে জিতেছিলেন একাধিক শিরোপা। ২০২৩ সালে চুক্তি নবায়ন নিয়ে টালবাহনার মাঝে ক্লাব ছেড়ে দেন তিনি। প্রায় এক বছর ফ্রি এজেন্ট হিসেবে থাকার পর গত মৌসুমে সিরি আর ক্লাব ফিওরেন্তিনাতে যোগ দেন। সেখানে ৪২টি ম্যাচ খেলেছেন তিনি।
মূলত আন্দ্রে ওনানার পারফরম্যান্সে ইউনাইটেড সন্তুষ্ট নয়। তাই তারা বিকল্প গোলরক্ষকের খোঁজে আছে। এখন দেখার অপেক্ষা, দুই বছর আগেও মূল্যায়ন না পাওয়া দে হেয়া আবার ওল্ড ট্রাফোর্ডে ফেরেন কি না।
এমআর/এসএন