কন্নড় অভিনেত্রী প্রিয়াঙ্কা আরুল মোহন আসন্ন ছবি ‘ওজি’-তে অভিনয় করে আলোচনায় এসেছেন। সুজিতের পরিচালনায় নির্মিত এই গ্যাংস্টার ড্রামায় মুখ্য চরিত্রে আছেন পাওয়ান কল্যাণ। তবে ছবির গল্পের ভেতরে এক ভিন্ন আবহ তৈরি করেছেন প্রিয়াঙ্কা, যাকে প্রথম লুকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ‘কান্মনি’ হিসেবে।
সারিতে মোড়ানো প্রিয়াঙ্কার সেই প্রথম লুক ইতিমধ্যেই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। শান্ত, সংযমী আর চিন্তাশীল এক নারীর চরিত্রে হাজির হচ্ছেন তিনি। ছবির অস্থির ও রূঢ় গ্যাংস্টার জগতের ভেতরে প্রিয়াঙ্কার চরিত্র যেন এক কোমল স্রোত, যা পুরো গল্পে আবেগের ভারসাম্য আনবে।
তামিল আর তেলুগু ছবিতে প্রিয়াঙ্কা নিয়মিত হলেও এখনো পর্যন্ত কোনো চরিত্রেই নিজের অভিনয়শক্তি পুরোপুরি প্রকাশের সুযোগ পাননি। তবে অনেকেই মনে করছেন, ‘ওজি’ হতে পারে তার ক্যারিয়ারের মোড় ঘোরানো কাজ।
ইতিমধ্যেই ছবিটি ঘিরে দর্শকের উন্মাদনা তুঙ্গে। প্রথম গান ‘ফায়ারস্টর্ম’ বিপুল সাফল্য পাওয়ার পর এবার দ্বিতীয় গান হিসেবে আসছে এক আবেগঘন সুর, যা সুর করেছেন এস এস থামান। আগামী ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘ওজি’।