১৯৮২ সালের আইকনিক ছবি ‘ডিস্কো ড্যান্সার’-এর সিক্যুয়েল আসছে নতুন উদ্দীপনা নিয়ে। মিঠুন চক্রবর্তীর তুমুল জনপ্রিয় সেই ছবি নিয়ে দীর্ঘ দিন ধরে চলা আইনি জটিলতার অবসান ঘটিয়েছে পরিচালক বাবর সুবাশ। সম্প্রতি বম্বে হাই কোর্ট তার পক্ষেই রায় দেন এবং ছবির সম্পূর্ণ সৃজনশীল ও লেখকীয় অধিকার তার হাতে ফিরিয়ে দেন।
এবার শুরু হয়েছে ‘ডিস্কো ড্যান্সার ২’-এর কাস্টিং নিয়ে আলোচনা। বাবর সুবাশ প্রকাশ করেছেন, তিনি চাইছেন প্রধান চরিত্রে অভিনয় করুক দুই নায়ক — অল্লু অর্জুন অথবা রণবীর কাপুর। উভয়েই নৃত্য এবং পর্দার উপস্থিতিতে শক্তিশালী। স্ক্রিপ্টের দায়িত্বে থাকছেন কিংবদন্তি গল্পকার কে.ভি. বিজয়েন্দ্র প্রসাদ। সিক্যুয়েলটিতেও থাকবে বিদ্রোহী ও ক্ষমতা-বিরোধী থিম।
শুটিং হবে রাশিয়ায়, যেখানে মূল ছবি এখনো কাল্ট ফলোয়িং উপভোগ করছে। আন্তর্জাতিক সঙ্গীত তারকাদের সঙ্গে সহযোগিতায় ছবিতে নতুন রোমাঞ্চ যোগ হবে। বাবর সুবাশ বলেছেন, তিনি হয়তো পরিচালনা করবেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রধান চরিত্রে কারা থাকবেন তার ভিত্তিতে।
ডিস্কোর রিদম, আন্তর্জাতিক সঙ্গীত প্রতিভা এবং অল্লু অর্জুন বা রণবীর কাপুরের নাচের ঝড় — ‘ডিস্কো ড্যান্সার ২’ হবে পর্দায় নতুন নৃত্য বিপ্লবের প্রতিশ্রুতি।
এসএন