গৌতম গম্ভীর ভারতের টেস্ট দলের কোচ হওয়ার পর লাল বলের ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, বিরাট কোহলি ও রোহিত শর্মা।তিন অভিজ্ঞ ক্রিকেটারের অবসরের কারণ হিসেবে অনেকেই কোচকে দায়ী করেন। টেস্ট দলের নতুন অধিনায়ক হয়েছেন শুবমান গিল। টেস্ট দলের পর এ বার ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্বেও পরিবর্তন আসতে পারে।
ভারতীয় সংবাদ মাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এক প্রতিবেদনে বলেছে, গম্ভীর চাইছেন তিন ফরম্যাটে একজনই অধিনায়ক থাকুক। এখন ভারতের তিন ফরম্যাটে তিন অধিনায়ক। টেস্টে গিল। ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মা। টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব। এমনটা চাইছেন না গম্ভীর।
ওয়ানডে ক্রিকেটেও হয়তো রোহিত আর বেশি দিন খেলবেন না। অস্ট্রেলিয়া সিরিজের পরেই অবসর নিতে পারেন তিনি। গিলকে অধিনায়ক করলে সূর্য কুমারও অধিনায়কত্ব হারাবেন। তবে সেটা হয়তো এশিয়া কাপের পরে। এশিয়া কাপে সূর্যের ওপরেই ভরসা রাখতে চায় বোর্ড।
ভারতের টি-টোয়েন্টি দলে এখন গিলের জায়গা পাকা নয়। কিন্তু যদি গম্ভীর তাকে অধিনায়ক করার কথা ভাবেন তা হলে এশিয়া কাপের দলে প্রত্যাবর্তন হতে পারে তার।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, 'গম্ভীর একটাই সংস্কৃতি গড়তে চাইছেন। তাই তিনি সব ফরম্যাটে একজন অধিনায়ক চান। গম্ভীরের পরিকল্পনা স্পষ্ট। এ বার টি-টোয়েন্টি দলকেও বদলে ফেলতে চান তিনি। মাঝেমাঝে অভিযোগ ওঠে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভারতের টি-টোয়েন্টি দল চলতে পারে না। গম্ভীর সেটা ঠিক করতে চাইছেন।'
এমআর/এসএন