অনুমোদনের অপেক্ষায় ৪১ হাজার প্রার্থীর নিয়োগ সুপারিশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রাথমিক ফল চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, অনুমোদন পেলেই দ্রুততম সময়ে সুপারিশ প্রকাশ করা হবে।

জানা গেছে, পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই নিয়োগ সুপারিশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছিল এনটিআরসিএ।

রোববার (১৭ আগস্ট) বিকেল ৫টার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান এ অনুমোদন দেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান এবং এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

এখন বিষয়টি শিক্ষা উপদেষ্টার দপ্তরে যাবে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন পেলেই এনটিআরসিএ ফল প্রকাশ করবে।

এ প্রসঙ্গে অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান বলেন, নিয়োগ সুপারিশে সাধারণত মন্ত্রণালয়ের অনুমোদন লাগে না। তবে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে সুপারিশ করতে হলে অনুমোদন নিতে হয়। সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন শিক্ষা উপদেষ্টার অনুমোদন হলেই ফল প্রকাশ করবে এনটিআরসিএ।

এদিকে সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, চলতি প্রক্রিয়ায় ৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে সঠিক সংখ্যা জানানো যাবে না।

তিনি বলেন, ‘সব প্রস্তুতি শেষ হয়েছে। খুব দ্রুতই নিয়োগ সুপারিশ করা হবে।’

এর আগে, গত ১৬ জুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে মোট শূন্যপদ ছিল এক লাখ ৮২২টি। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ ফাঁকা ছিল। ২২ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। শেষ পর্যন্ত ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করেন ৫৭ হাজার ৮৪০ জন প্রার্থী। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রত্যেক প্রার্থী সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠানে পছন্দ দিতে পেরেছেন।

তবে শূন্যপদ লক্ষাধিক হলেও আবেদনকারীর সংখ্যা ৬০ হাজারেরও কম হওয়ায় প্রায় অর্ধেক পদ এবারও ফাঁকা থেকে যাবে।

এনটিআরসিএ সূত্র বলছে, পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে প্রথম ধাপে প্রায় ৪১ হাজার প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে।

২০০৫ সাল থেকে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে। তবে প্রথম ১০ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের হাতে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে এনটিআরসিএকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেওয়া হয়। এরপর থেকে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ৮৯৮ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে সংস্থাটি। ষষ্ঠ বিজ্ঞপ্তি বাস্তবায়িত হলে এই সংখ্যা আরও বাড়বে।

এফপি/ এসএন

Share this news on:

সর্বশেষ

img
জাতীয় দিবস উপলক্ষ্যে শারজায় পাঁচ দিনের ছুটি শুরু Nov 28, 2025
img
এশিয়া কাপকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা ভারতের Nov 28, 2025
img
ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়ার কারণেই কি থমকে যায় রিয়া সেনের ক্যারিয়ার! Nov 28, 2025
img
গড় হিসাবের আড়ালে গরিব মানুষের পুষ্টি চিত্র হারিয়ে যায় : মৎস্য উপদেষ্টা Nov 28, 2025
img
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য রণবীরের, মন্তব্য অভিনেত্রীর বাবার Nov 28, 2025
img
শাকসু নির্বাচনের মনোনয়ন বিতরণ ২ ডিসেম্বর Nov 28, 2025
img
ভারতের ৩টি অঞ্চল হঠাৎ নেপালের ম্যাপে কেন? Nov 28, 2025
img

উপ-প্রেস সচিব

বিগত সরকার সাজানো ডেটা ব্যবহার করে মানুষকে ধোঁকা দিতো Nov 28, 2025
img
বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের ঘোষণা ৫ ব্যাংকের গ্রাহকদের Nov 28, 2025
img
বাংলাদেশের সফর স্থগিত, শ্রীলঙ্কাকে নিয়ে নতুন সিরিজ আয়োজন ভারতের Nov 28, 2025
img
দিতিপ্রিয়ার বিদায়ে নতুন অপর্ণা খুঁজে পেল ‘চিরদিনই তুমি যে আমার’ Nov 28, 2025
img
অর্থপাচারের অভিযোগে নাফিস সরাফাতসহ ৪ জনের বিরুদ্ধে মামলা Nov 28, 2025
img
একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত : ফারুক Nov 28, 2025
img
লোকেশের নতুন ছবিতে আল্লু অর্জুনকে প্রস্তাব Nov 28, 2025
img
প্রথমবার সৃজিতের পরিচালনায় সোহিনী সরকারের পরিবর্তে মিমি চক্রবর্তী Nov 28, 2025
img
আমি কোনো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাই না, তাদের প্রতি সম্মান রেখেই বলছি : ইয়ামি গৌতম Nov 28, 2025
img
প্রতিহিংসার নয়, গণমানুষের কল্যাণের রাজনীতি করে জামায়াত : হেলাল উদ্দিন Nov 28, 2025
img
মৎস্য ও প্রাণি সম্পদেও ভর্তুকি দরকার: ফরিদা আখতার Nov 28, 2025
img
প্রতিজ্ঞা পূরণ করতেই আকস্মিক বিদায় অশ্বিনের Nov 28, 2025
img
টাইম ম্যাগাজিনে আমির হামজার ছবি, ফারুকীর অভিনন্দন Nov 28, 2025