মির্জাপুর সিনেমায় নতুন চমক, কাস্টে জিতেন্দ্র কুমার ও রবি কিশান
মোজো ডেস্ক 10:51PM, Aug 17, 2025
বহুল আলোচিত ওয়েব সিরিজ মির্জাপুর এবার ছোট পর্দা ছাড়িয়ে উঠছে বড় পর্দায়। তিনটি ব্লকবাস্টার সিজন শেষে এবার নির্মাতারা ঘোষণা দিলেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের। ফলে আবারও ফিরে আসছেন দর্শকপ্রিয় চরিত্রগুলো—গুড্ডু ভূমিকায় আলি ফজল, কালীন ভাইয়া হয়ে পঙ্কজ ত্রিপাঠি এবং মুননা চরিত্রে দিব্যেন্দু।
তবে এবার চমক আরও বড়। নতুন ছবিতে যুক্ত হয়েছেন জিতেন্দ্র কুমার ও রবি কিশান। বৃহস্পতিবার আনুষ্ঠানিক মহরত পুজোয় তাদের উপস্থিতিই তা নিশ্চিত করেছে। যদিও তাদের চরিত্রের ব্যাপারে মুখ খুলতে নারাজ নির্মাতারা। ভেতরের খবর বলছে, পুরো সিনেমার অভিজ্ঞতাকে আরও রহস্যময় করে তুলতেই তাদের ভূমিকাকে আপাতত গোপন রাখা হয়েছে।
গান, রক্তাক্ত রাজনীতি আর টানটান উত্তেজনার মিশেলে মির্জাপুর যেভাবে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল, তেমনই বড় পর্দায়ও এবার দাপিয়ে বেড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে নির্মাতারা। শক্তিশালী কাস্ট ও জমজমাট গল্পে তৈরি হচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা।