সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি কুলি মুক্তির তিন দিনের মধ্যেই বিশ্বজুড়ে আয় ছাড়িয়েছে ৩০০ কোটির গণ্ডি। তবে বিশাল এই অঙ্কও ভক্তদের আকাশছোঁয়া প্রত্যাশার সঙ্গে পুরোপুরি মিলছে না। ট্রেড বিশ্লেষক হিমেশ মানকাদের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত ভারতে ছবিটির আয় প্রায় ১৮৮ কোটি টাকা। অন্যদিকে বিদেশে আয় হয়েছে প্রায় ১৫ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৩০ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ৩১৮ কোটি টাকায়।
ছুটির দিনগুলোতে দারুণ সুবিধা পেয়েছে কুলি। মুক্তির প্রথম দিন বৃহস্পতিবার আয় করে ৭৬ কোটি, শুক্রবার ৬৫ কোটি এবং শনিবার আরও ৪৬ কোটি টাকা। তবে আগাম বুকিংয়ের চিত্র দেখে মনে হচ্ছে, রবিবারে তেমন কোনো বড় উল্লম্ফন হবে না। ট্রেড বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, সোমবার থেকেই আয় কমে আসতে পারে।
শক্তিশালী তারকামহিমা ও আন্তর্জাতিক বাজারে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ছবিটিকে অন্তত ৫০০ কোটি টাকা আয় করতে হবে কেবল সমতা ফেরাতে। এরই মধ্যে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় বিনিয়োগের প্রায় ৯০ শতাংশ ফেরত আসতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে। কিন্তু কেরালায় লোকসান গুনতে হতে পারে এবং হিন্দি সংস্করণ তিন দিনে মাত্র ১৭ কোটি টাকা আয় করায় একে পুরোপুরি ব্যর্থ ধরা হচ্ছে।
অতএব, রজনীকান্তের ক্যারিশমা ভর করে কুলি প্রবেশ করেছে ৩০০ কোটির ক্লাবে। তবে সপ্তাহের কর্মদিবসগুলোই শেষ পর্যন্ত নির্ধারণ করবে, এটি সত্যিকারের ব্লকবাস্টার হয়ে উঠবে, নাকি কেবল উৎসবের ছুটির ভরসায় পাওয়া এক শক্তিশালী সূচনা হিসেবেই থেকে যাবে।
এফপি/ এসএন